হারের বৃত্তেই বন্দি শ্রীলংকা

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২১ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে তারা Ñবিসিবি
পরাজয়ের বৃত্ত থেকে কোনোভাবেই যেন বের হতে পারছে না চন্ডিকা হাথুরুসিংহের শ্রীলংকা। ওয়ানডে কিংবা টি২০, একের পর এক হেরেই চলেছে লংকানরা। বুধবার রাতে পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে তারা। নিজেদের সবশেষ ৪৪ ওয়ানডেতে এটি ছিল শ্রীলংকার ৩২তম হার। বৃষ্টি বিঘিœত ম্যাচে নিধাির্রত ২১ ওভারে ৯ উইকেট হারিয়ে শ্রীলংকা সংগ্রহ করে ১৫০ রান। যেটি ১৫ বল আর ৭ উইকেট হাতে রেখেই টপকে গেছে ইংল্যান্ড। পঁাচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে তারা। নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে আগামীকাল সিরিজের চতুথর্ ম্যাচ ম্যাচটি অবশ্যই জিততে হবে লংকানদের। আগে ব্যাট করতে নামা লংকানদের উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার নিরোশান ডিকওয়েলা আর সাদিরা সামারাবিক্রম। উদ্বোধনী জুটিতে মাত্র ৫.৩ ওভারেই ৫৭ রান তুলে ফেলেন তারা। ষষ্ঠ ওভারে ২০ বলে ৩৬ রান করে ফিরে যান ডিকভেলা। স্কোরবোডের্ মাত্র দুই যোগ রান যোগ হতেই শূন্য রানে কাটা পড়েন কুশল মেন্ডিস। দারুণ খেলছিলেন সামারাবিক্রম। কিন্তু ব্যক্তিগত ৩৫ রানে আদিল রশিদের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। পরের বলেই থিসারা পেরেরাকে হারায় শ্রীলংকা। বিপযর্য় সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক দিনেশ চান্দিমাল। তবে অপর প্রান্তে কেউ সঙ্গ না দেয়ায় দলীয় সংগ্রহকে বেশি দূর নিতে পারেননি তিনি। আউট হওয়ার আগে ৪২ বলে করেন ৩৪ রান। শেষ দিকে দানুশ শানাকার ১০ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে দেড়শ পযর্ন্ত যায় লঙ্কানদের দলীয় সংগ্রহ। ইংলিশদের পক্ষে পঁাচ ওভার বোলিং করে ৩৬ রান খরচায় ৪টি উইকেট নেন লেগস্পিনার আদিল রশিদ। এছাড়া টম ক্যারেন চার ওভারের স্পেলে মাত্র ১৭ রান খরচায় নেন ৩টি উইকেট। জবাবে রান তাড়া করতে নেমে জনি বেয়ারস্টো ও জো রুট অল্পে ফিরে গেলেও খুব একটা বেগ পেতে হয়নি সফরকারিদের। ওপেনার জেসন রয় ২৬ বলে ৪১, অধিনায়ক উইয়ন মরগান ৪৯ বলে ৫৮ আর বেন স্টোকসের ২৪ বলে ৩৫ রানের ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন। তবে জয়ের সিংহভাগ কৃতিত্বটা বোলারদের দিয়েছেন ইংলিশ অধিনায়ক মরগান।