অবশেষে দোষ স্বীকার কানেরিয়ার

এই দায় স্বীকার করতে আমার অনেক সাহস জমাতে হয়েছে। কারণ কেউই মিথ্যা নিয়ে জীবন অতিবাহিত করতে পারে না

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
দানিশ কানেরিয়া
ক্রীড়া ডেস্ক ২০১২ সালে স্পট ফিক্সিংয়ের দায়ে ইংলিশ ক্রিকেট বোডর্ (ইসিবি) আজীবনের জন্য নিষিদ্ধ করে পাকিস্তানের লেগস্পিনার দানিশ কানেরিয়াকে। সে ঘটনার ছয় বছর পেরিয়ে যাওয়ার পর অবশেষে ফিক্সিংয়ে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ৩৭ বছর বয়সী এই লেগস্পিনার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সক্ষাৎকারে কানেরিয়া বলেছেন, ‘আমার নাম দানিশ কানেরিয়া এবং আমি স্বজ্ঞানে এটি স্বীকার করছি যে, ২০১২ সালে আমার ওপর ইংলিশ ক্রিকেট বোডের্র আনা অভিযোগটি সত্য ছিল। এই দায় স্বীকার করতে আমার অনেক সাহস জমাতে হয়েছে। কারণ কেউই মিথ্যা নিয়ে জীবন অতিবাহিত করতে পারে না।’ ছয় বছর পর এই অনুশোচনা জেগেছে পাকিস্তনের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়ার মনে। এতদিন দায় এড়িয়ে গেলেও তাই স্বীকার করলেন সাবেক এসেক্স সতীথর্ মারভিন ওয়েস্টফিল্ডকে স্পট ফিক্সিংয়ে প্ররোচিত করেছিলেন তিনি। ২০০৯ সালে ইংলিশ কাউন্টিতে ৪০ ওভারের ম্যাচে অথের্র বিনিময়ে এক ওভারে নিদির্ষ্ট কয়েকটি রান দিয়েছিলেন ওয়েস্টফিল্ড। ডারহামে ওই ঘটনায় দোষ স্বীকারের চার মাস পর কারাদÐ দেয়া হয় তাকে। আর টাকা নিতে প্ররোচিত করায় ২০১২ সালের জুনে ইসিবি আজীবন নিষিদ্ধ করে কানেরিয়াকে। ওয়েস্টফিল্ডের কাছেও ক্ষমা চেয়েছেন কানেরিয়া, ‘আমি মারভিন ওয়েস্টফিল্ডের কাছে ক্ষমা চাই; আমার সাবেক সতীথর্, এসেক্স ক্রিকেট ক্লাব, এসেক্স ভক্তদের কাছেও। পাকিস্তানের কাছেও দুঃখ প্রকাশ করছি।’ ওয়েস্টফিল্ড সাবেক সতীথের্র দুঃখ প্রকাশের পর ডেইলি মেইলকে বলেছেন, ‘স্পট ফিক্সিংয়ের এই অধ্যায় আমার পুরো জীবন পাল্টে দিয়েছে। কিন্তু আমার এই ভয়ানক ভুলের জন্য আমি কখনও কাউকে দোষ দেইনি।’ ৬১ টেস্ট খেলে ২৬১ উইকেট নিয়ে এখনও পাকিস্তানের সবচেয়ে সফল স্পিনারের আসনটি ধরে রেখেছেন কানেরিয়া। সবশেষ দেশের জাসিের্ত খেলেছেন ২০১০ সালে ট্রেন্ট ব্রিজ টেস্টে। স্পট ফিক্সিংয়ের মতো কান্ডে জড়িয়ে না পড়তে তরুণদের সতকর্ করলেন সাবেক স্পিনার, ‘যদি ইসিবি ও আইসিসি এবং অন্য সংস্থা আমাকে দ্বিতীয় সুযোগ দেয় তাহলে আমি ক্রিকেটে তরুণদের শিক্ষা দিতে চাই। তাদের শেখাতে চাই যদি ভুল করো তাহলে আমার মতো শেষ হয়ে যাবে।’