সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
আইয়ুব বাচ্চুর মৃত্যুতে ক্রিকেটাঙ্গনেও শোকের ছায়া ক্রীড়া প্রতিবেদক জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকেই অনুশীলনে ব্যস্ত ছিল বাংলাদেশ ক্রিকেট দল। ঠিক সে সময়ই মাশরাফি বিন মতুর্জা-মুশফিকুর রহীমদের কাছে ভেসে আছে কিংবদন্তি আইয়ুব বাচ্চুর মৃত্যুর সংবাদ। সঙ্গে সঙ্গে হোম অব ক্রিকেটে নেমে আসে শোকের ছায়া। ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী ও গিটারিস্টের মৃত্যুতে পরবতীের্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোডর্ও (বিসিবি) একটি শোক বাতার্ পাঠিয়েছে গণমাধ্যমে। আইয়ুব বাচ্চুর মৃত্যুতে মাশরাফি শোক জানিয়েছেন প্রিয় এ শিল্পীর একটি গানের চম্বুক অংশ দিয়ে, ‘সবাইকে একা করে চলে যাব অন্ধ ঘরে, এই শহর গাড়ি বাড়ি কিছুই রবে না, আইয়ুব বাচ্চু।’ সব সময় গানের মাধ্যমে ভক্তদের আনন্দ দিতে পছন্দ করতেন আইয়ুব বাচ্চু। কিংবদন্তি এ শিল্পীর স্টেজ মাতানো দেখে মুগ্ধ হতেন মুশফিকুর রহিম। বৃহস্পতিবার তার মৃত্যুতে এ উইকেটরক্ষক ব্যাটসম্যান স্টেজ মাতানোর একটি সাদাকালো ছবি ফেসবুকে দিয়ে শোক জানিয়েছেন, ‘কি একটি দুঃখজনক খবর দিয়ে দিনটি শুরু হলো (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার আত্মা শান্তি পাক।’ এছাড়া ছবিতে লেখা রয়েছে, তোমাকে কখনোই ভোলা যাবে না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইয়ুব বাচ্চুর সঙ্গে নিজের আগে ওঠা একটি ছবি দিয়ে রুবেল হোসেন শোক জানিয়ে লিখেছেন, ‘ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। সত্যি মানতে পারছি না আমি ছোটবেলা থেকেই জেমস ভাই, বাচ্চু ভাই এদের গান শুনি। আমি বাচ্চু ভাইয়ের বিশাল বড় একজন ফ্যান। সেদিনও টিভিতে তার কনসাটর্ দেখছিলাম। আল্লাহ এটা কি হয়ে গেল। আসলে সবাইকে চলে যেতে হবে একদিন। এটাই বাস্তবতা। তার জন্য সবাই দোয়া করবেন.. আল্লাহ যেন প্রিয় শিল্পীকে বেহেশত নসিব করেন, আমিন।’ আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক জানাতে ভুল করেননি তাসকিন আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।’ এদিকে প্রিয় শিল্পীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছেন সাব্বির রহমান। ব্যাপারটি কিছুতেই লুকাতে পারেননি এ ডানহাতি। যা প্রকাশ পেয়েছে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পাতায়, ‘ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। আপনার আত্মা শান্তিতে বিশ্রাম নিক।’ বৃহস্পতিবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন আইয়ুব বাচ্চু। ২ বছরের জন্য হোম সিরিজের স্পন্সর ওয়ালটন ক্রীড়া প্রতিবেদক ক্রিকেটে আগামী ২ বছরের জন্য হোম সিরিজের স্পন্সর হয়েছে ওয়ালটন গ্রæপ। এই সময়ে ঘরের মাঠে মোট ৬টি সিরিজ আছে বাংলাদেশ ক্রিকেট দলের। সিরিজগুলোর পাওয়াডর্ স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার ওয়ালটন এবং কে স্পোটের্সর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিতে সই করেছেন কে স্পোটের্সর প্রধান নিবার্হী ফাহাদ এমএ করিম এবং ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম। আগামী ২ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোডের্র (বিসিবি) কাছ থেকে ইনস্টেডিয়া রাইটস বা গ্রাউন্ডস রাইটস কিনে নিয়েছে কে স্পোটর্স। চুক্তির মেয়াদ চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ৩১ আগস্ট পযর্ন্ত। এই সময়ে বাংলাদেশের হোম সিরিজ রয়েছে মোট ৬টি। জিম্বাবুয়ের সঙ্গে রোববার ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রথম সিরিজ। এরপর আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। আফগানিস্তান আসবে আগামী বছরের সেপ্টেম্বরে। ২০২০ সালে দুবার অস্ট্রেলিয়ার আসার কথা। প্রথমবার ফেব্রæয়ারিতে, দ্বিতীয়বার মাচের্। তবে শেষ পযর্ন্ত দুটো সিরিজ মিলিয়ে একটিও হতে পারে। জরিমানার খড়গে আতুের্রা ভিদাল ক্রীড়া ডেস্ক বায়ানর্ মিউনিখে থাকাকালে গত বছর নাইটক্লাবে এক ব্যক্তির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছিলেন আতুের্রা ভিদাল। ওই ঘটনায় বাসেের্লানার চিলিয়ান মিডফিল্ডারকে আট লাখ ইউরো জরিমানা করেছেন জামাির্নর একটি আদালত। বাংলাদেশি টাকায় যা প্রায় আট কোটি। বায়ানর্ ছেড়ে চলতি মৌসুমে বাসেের্লানায় যোগ দেয়া ভিদালের বিরুদ্ধে অভিযোগ ছিল ২০১৭ সালে নাইটক্লাবে ওই ব্যক্তির সঙ্গে মরামারিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। তখন তার মাথায় ভদকার বোতল দিয়েও আঘাত হানেন এই ফুটবলার। এই ঘটনা ঘটার সময় ভিদালের ভাই সানদ্রিনো ও তার শ্বশুর তার সঙ্গে ছিলেন। তাদের একজনকে ২০ হাজার আর অপরজনকে ৪১ হাজার ইউরো জরিমানা করেছেন আদালত।