দেশে ফিরে গেছেন জাপানি নাগাতা

প্রকাশ | ১৮ জুলাই ২০২১, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের মৌসুম শেষ না হতেই ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক উরু নাগাতা নিজ দেশ জাপানে চলে গেছেন। জাপানি মিডফিল্ডারকে আড়ম্বরপূর্ণভাবেই বিদায় দিয়েছে মোহামেডান। গতকাল শনিবার বিপিএল ফুটবলে উত্তর বারিধারার বিপক্ষে তার মাঠে নামার কথা ছিল। কিন্তু পায়ের চোটের কারণে এই মৌসুমে আর খেলতেই পারছেন না! ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে দুই মৌসুম ধরে অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন জাপানি মিডফিল্ডার উরু নাগাতা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে মোহামেডান চতুর্থ স্থানে রয়েছে। অনুশীলনে লিগামেন্টে আঘাত পাওয়ায় এরই মধ্যে জাপান ফিরে যেতে হয়েছে এই ফুটবলারকে। এখন মোহামেডানকে প্রিমিয়ার লিগসহ মৌসুমের বাকি ম্যাচগুলো তিন বিদেশি নিয়ে খেলতে হবে। এ নিয়ে সাদা-কালো ক্যাম্পে হতাশা কম নয়। দলটির ম্যানেজার আবু হাসান চৌধুরী প্রিন্স গণমাধ্যমকে বলেছেন, 'বাফুফে ভবনের টার্ফে অনুশীলনে আঘাত পান নাগাতা। লিগামেন্টে অস্ত্রোপচার করতে হবে। আমরা তাকে ছেড়ে দিয়েছি। এরই মধ্যে সে জাপান ফিরে গেছে। বাকি ম্যাচগুলো তিন বিদেশি নিয়ে খেলতে হবে। এছাড়া কিছু করার নেই।' মোহামেডানের আগে বিদেশি ফুটবলার ও কোচের সম্মানি নিয়ে অভিযোগ থাকত অনেক বর্তমান পরিচালনা পর্ষদ আসার পর মোহামেডানের সেই দুর্নাম কেটেছে। ফুটবলারদের পারিশ্রমিক সম্পর্কে প্রিন্স বলেন, 'উরুকে তার প্রাপ্য সম্মানি দিয়ে বিদায় জানানো হয়েছে। এছাড়া ঈদের আগেই দেশি বিদেশি ফুটবলার ও কোচিং স্টাফের মাসিক সম্মানি দেওয়া হবে।' সামনে মোহামেডানের আরও পাঁচটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলো এক বিদেশি কম ছাড়া খেললেও সমস্যা দেখছেন না ফুটবল কমিটির সাধারণ সম্পাদক প্রিন্স, 'সামনে আমাদের যে ম্যাচগুলো রয়েছে। সেগুলো অন্য খেলোয়াড়রা ম্যাচ জেতাতে সক্ষম বলে বিশ্বাস করি।'