শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইসিসির নতুন সদস্য তিন দেশ

ক্রীড়া ডেস্ক
  ২০ জুলাই ২০২১, ০০:০০

নতুন করে সদস্য পদ বৃদ্ধি করল ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা আইসিসি। মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও সুইজারল্যান্ডকে সহযোগী সদস্য হিসেবে যোগ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এক বিবৃতিতে এ খবর জানিয়েছে আইসিসি।

রোববার ৭৮তম বার্ষিক ভার্চুয়ালি সভায় এশিয়া অঞ্চলের ২২ ও ২৩তম সদস্য পদ দেওয়া হয়েছে মঙ্গোলিয়া ও তাজিকিস্তানকে। ইউরোপ অঞ্চলের ৩৫তম সদস্য হয়েছে সুইজারল্যান্ড। সব মিলিয়ে এখন আইসিসির সদস্যের সংখ্যা বেড়ে হলো ১০৬। এর মধ্যে টেস্ট খেলুড়ে ১২টি দেশ হলো পূর্ণ সদস্য। বাকি ৯৪টি দেশ সহযোগী সদস্য হিসেবে রয়েছে।

একই বিবৃতিতে আইসিসি জানিয়েছে, জাম্বিয়া ও রাশিয়া তাদের সদস্যপদ হারিয়েছে। আইসিসির গঠনতন্ত্রের অন্তত ৩টি ধারা পূরণ করতে না পারায় তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে। আবার সদস্য হওয়ার সুযোগ থাকছে এ দুই দেশের সামনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে