প্রস্তুতি ম্যাচে নজর কোচ-নিবার্চকদের

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচের ফঁাকে এভাবেই নিজেদের মধ্যে আলোচনা সেরে নেন প্রধান নিবার্চক মিনহাজুল আবেদীন ও প্রধান কোচ স্টিভ রোডস Ñবিসিবি
বিসিবি একাদশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রস্তুতি ম্যাচ দেখতে শুক্রবার বিকেএসপিতে গিয়েছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস এবং স্পিন বোলিং কোচ সুনিল যোশি। ম্যাচ শুরুর বেশ আগেই অবশ্য মাঠে হাজির হন প্রধান নিবার্চক মিনহাজুল আবেদীন নান্নু। পরে তিনি কোচদের সঙ্গে প্রয়োজনীয় আলাপ সেরে নেন মাঠে বসেই। জিম্বাবুয়ে সিরিজে ওয়ানডে দলে থাকা তিন ক্রিকেটার ফজলে রাব্বি, আরিফুল হক ও সাইফউদ্দিন প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশে রাখা হয়েছিল। বাকিরা জাতীয় দল থেকে ছিটকে পড়া আর উদীয়মান ক্রিকেটার। ভবিষ্যৎ ভাবনায় থাকা সেই ক্রিকেটারদের পরখ করতেই বিকেএসপি মাঠে উপস্থিতি কোচ-নিবার্চকদের। জাতীয় দলে বিদেশি কোচিং স্টাফ নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর অবশ্য এমন চিত্র খুব একটা দেখা যায়নি অতীতে! শুক্রবার মিরপুরে জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন ছিল না। সেই সুযোগ কাজে লাগান রোডস ও যোশি। টাইগারদের ইংলিশ কোচ সাভার চলে যান কাতিের্কর শীতল ভোরে। সাভার গলফ ক্লাবে ঘণ্টাখানেক কাটিয়ে তারপর মাঠে উপস্থিত হন। প্রধান নিবার্চক নান্নু মাঠে গিয়েছেন আরও আগে। উদ্দেশ্য একই, জাতীয় দলের জন্য বিকল্প খুঁজে রাখা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ শেষ হতেই বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের সঙ্গে খেলতে হবে তিন ফরম্যাটেই। যে কারণে প্রস্তুত রাখতে হবে বড় স্কোয়াড। জাতীয় দলের পরের স্তরে কতটা সক্ষমতা, তা দেখতেই মাঠে উপস্থিত কোচ-নিবার্চকরা। কোচ-নিবার্চকদের অবশ্য নিরাশ করেননি বিসিবি একাদশের বোলার ও ব্যাটসম্যানরা। প্রথমে বল হাতে ইবাদত হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন সফরকারীদের লন্ডভন্ড করে দেন। ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন ইবাদত। আর ৩২ রান দিয়ে তিন উইকেট নেন সাইফউদ্দিন। মোহর শেখ ও ইমরান আলীও ১টি করে উইকেট নিয়েছেন। যদিও ওপেনার মাসাকাদজা ১০২ রানের ইনিংস খেলেন। এরপর ওয়ানডে দল থেকে বাদ পড়া সৌম্য সরকারের ব্যাটে আসে অপরাজিত সেঞ্চুরি (১০২)। মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ৩৩। ৬৬ বল হাতে রেখেই বিসিবি একাদশ ম্যাচ জিতে নেয় ৮ উইকেটে। বিসিবি একাদশের নেতৃত্ব দিয়েছেন ওয়ানডে দলে জায়গা হারানো সৌম্য সরকার। ওয়ানডে দলে থাকা ক্রিকেটারদের মধ্যে ফজলে রাব্বি, আরিফুল হক ও মোহাম্মদ সাউফউদ্দিন আছেন বিসিবি একাদশে। বিকেএসপির তরুণ দুই ক্রিকেটার আফিফ হোসেন ধ্রæব ও জাকির হাসান সুযোগ পেয়েছেন প্রস্তুতি ম্যাচে। দুজনই বাংলাদেশ দলের হয়ে টি২০ খেলেছেন। মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা রাজশাহীর পেসার মোহর শেখ অন্তর খেলছেন বিসিবি একাদশে। ২০১৬ সালে পেসার হান্ট দিয়ে আলোচনায় আসেন ২১ বছরের এ তরুণ। ৮ অক্টোবর জাতীয় লিগে অভিষেক হয় তার। নেন তিন উইকেট। এদিন অবশ্য অতটা আলো ছড়াতে পারেননি।