ম্যানইউ ছাড়ছেন রোমেলু লুকাকু!

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
এভারটন ছেড়ে গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে এসেছেন তিনি। ইংলিশ জায়ান্টদের জাসিের্ত পথচলার বছরটা ভালো কাটলেও রোমেলু লুকাকুর সা¤প্রতিক ফমর্ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সঙ্গে যোগ হয়েছে কোচ হোসে মরিনহোর সঙ্গে দ্ব›দ্বও। বেলজিয়ামের এই তারকা ফরোয়াডর্ তাই ওল্ড ট্রাফোডর্ ছেড়ে পারি জমাতে চান জুভেন্টাসে। এমনটাই দাবি করেছেন ম্যানইউয়ের সাবেক ডিফেন্ডার গ্যারি প্যালিস্টার। চলতি মৌসুমে গেল ছয় ম্যাচে গোলের দেখা পাননি লুকাকু। তাতে দারুণ হতাশ এ ফরোয়াডর্। এর আগে থেকেই কোচ মরিনহোর সঙ্গে তার সম্পকের্র অবনতি কথা সবাই জানে। সব মিলিয়ে ইংলিশ ক্লাবটিতে দুঃসময় পার করছেন বেলজিয়ামের এ ফরোয়াডর্। হয়তো সে কারণেই চলতি সপ্তাহে গাজেত্তা দেলো স্পোটর্সকে দেয়া সাক্ষাৎকারে লুকাকু বলেছেন, ‘আমি সিরি’আতে যেতে চাই। আশা করি এটা হবে কোনো এক সময়ে। জুভেন্টাস বতর্মানে দারুণ খেলছে, প্রতি বছরই তারা শক্তিশালী হচ্ছে। তারা নিঃসন্দেহে ইউরোপের সেরা দুই-তিনটি ক্লাবের ভিতর একটি। তাদের বতর্মান দল ও কোচ দুদার্ন্ত।’ ম্যানইউর জাসিের্ত চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জেতা সাবেক ডিফেন্ডার প্যালিস্টার লুকাকুর এই বক্তব্যকে ক্লাব ছাড়ার ইঙ্গিত হিসেবে দেখছেন, ‘আমি জুভেন্টাসের বিষয়ে লুকাকুর সাক্ষাতকারটি শুনিনি। কিন্তু আমার মনে হয়, সে ওই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চাইছে। যখন আপনি অন্য কোনো ক্লাবের কথা উল্লেখ করা শুরু করেছেন, এটি কিন্তু বতর্মান ক্লাবের জন্য অসম্মানজনক।’ প্যালিস্টার সঙ্গে যোগ করেন, ‘দলের সেরা তারকা যখন অন্য ক্লাবে চলে যাওয়ার কথা বলে, স্বাভাবিকভাবে ওই ক্লাবটি চাপের মধ্যে পড়ে যায়। যদিও লুকাকু যেটা করতে চাইছেন, সেটা আদশর্গত বা দৃশ্যকল্প নয়।’