কমলাপুরের টার্ফে খেলতে আপত্তি মোহামেডানের

প্রকাশ | ২৪ জুলাই ২০২১, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ঈদের বিরতি শেষে শুক্রবার থেকে মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। কিন্তু মাঠে নামার আগেই আরেক দফা পিছিয়েছে লিগের সময়সূচি। নতুন সূচি অনুযায়ী আজ থেকে শুরু হতে যাচ্ছে লিগের ২০তম রাউন্ডের খেলা। নতুন রাউন্ডে প্রিমিয়ার লিগের একটি ভেনু্যও পরিবর্তন হয়েছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশাপাশি কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা রেখেছে বাফুফে। তবে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব চিঠি দিয়ে বাফুফেকে জানিয়ে দিয়েছে তারা টার্ফে খেলবে না। বাফুফের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিকশ্চার পরিবর্তন অবশ্য কোনো বিষয় না। ঈদের আগেই বাফুফের ফিকশ্চারে ছিল ফর্টিজ ও কমলাপুর। পরবর্তীতে ভেনু্য পরিবর্তন হয়ে শুধু বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছে। মোহামেডানকে সাম্প্রতিক সময়ে তাদের অধিকার নিয়ে নিশ্চুপই থাকতে দেখা গেছে অনেকটা। নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেয়ার পর অবশ্য নিজেদের দাবি দাওয়ার ব্যাপারে সোচ্চার সাদা কালো ক্লাবের কর্তারা। নতুন সূচি অনুযায়ী আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল ৪টায় ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। একই সময়ে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে খেলবে উত্তর বারিধারা ক্লাব। তবে টার্ফে খেলবে না বলে বাফুফেকে জানিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সোমবার বাংলাদেশ পুলিশের বিপক্ষে মোহামেডানের ম্যাচটি রাখা হয়েছে কমলাপুর স্টেডিয়ামে। ফিকশ্চার পাওয়ার পরই বৃহস্পতিবার বাফুফের সাধারণ সম্পাদক বরাবর চিঠি দিয়ে মোহামেডান জানিয়ে দিয়েছে তারা কমলাপুরে খেলবে না। ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদ এমপি সই করা চিঠিতে মোহামেডান জানিয়েছে, ২৬ জুন পুলিশের বিপক্ষে তাদের ম্যাচটি কমলাপুরের পরিবর্তে যেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন করা হয়। মোহামেডানের যুক্তি কমলাপুর স্টেডিয়ামের টার্ফে খেললে খেলোয়াড়দের ইনজুরি হওয়ার আশঙ্কা থাকবে। কিছুদিন আগে টার্ফের মাঠে অনুশীলন করায় লিগামেন্ট ছিঁড়ে গেছে মোহামেডানের জাপানি ফুটবলার উরু নাগাতার। তিনি এ মৌসুমে আর খেলতে পারবেন না বলে দেশেও ফিরে গেছেন। উরু নাগাতার ইনজুরড হওয়ার কথা উলেস্নখ করে মোহামেডান বাফুফেকে লেখা চিঠিতে তাদের খেলা যেন কমলাপুর স্টেডিয়ামে না রাখা হয়ে সে দাবি জানিয়েছে। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটি ধরে রেখেছে লিগের বর্তমান চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস। ১৮তম রাউন্ড পর্যন্ত উড়তে থাকা কিংস ১৯তম রাউন্ডে এসে হোঁচট খায়। গত রাউন্ডে তাদের প্রথম হারের তিক্ত স্বাদটি দিয়েছে চট্টগ্রাম আবাহনী। চট্টলার কাছে ২-১ গোলে হেরে অপরাজিত থাকার তকমাটি চলতি মৌসুমের জন্য হারিয়েছে কাগজে কলমে শক্তিধর দলটি। দ্বিতীয় স্থানে থাকা শেখ জামালের ৩৮ পয়েন্ট। তৃতীয় স্থানে আছে ঢাকা আবাহনী। তাদের ৩৬ পয়েন্ট। তাদের থেকে ৪ পয়েন্ট কম (৩২ পয়েন্ট) নিয়ে চতুর্থ স্থানে আছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৩১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে চট্টগ্রাম আবাহনী। অবনমনের শঙ্কায় ভোগা দুই দল ব্রাদার্স ইউনিয়ন ও আরামবাগ। ৬ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে ব্রাদার্স। ৫ পয়েন্ট নিয়ে ১৩ দলের মধ্যে সর্বনিম্ন অবস্থানে আছে আরামবাগ ক্রীড়া সংঘ।