বাংলাদেশে হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

প্রকাশ | ২৪ জুলাই ২০২১, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আগামী ৩০ আগস্ট থেকে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু স্পন্সর স্বল্পতা ও করোনা পরিস্থিতির কারণে প্রতিযোগিতাটি হচ্ছে না। বাংলাদেশ থেকে সরে যাওয়া সাফ ফুটবলের নতুন সময় নির্ধারণ হয়েছে আগামী অক্টোবের প্রথম সপ্তাহে। পাশাপাশি নতুন ভেনু্যর জন্য ভারত ছাড়াও আরও দুটি দেশ মৌখিকভাবে আবেদন করেছে। শুক্রবার বিকালে সাফের দেশগুলোর সাধারণ সম্পাদকদের সঙ্গে ভার্চুয়াল সভায় এমন আলোচনা হয়েছে। করোনার কারণে গত বছর সাফ ফুটবল হতে পারেনি। এবার বাংলাদেশ আয়োজনে অপারগতা প্রকাশ করেছে। তবে সদস্যরা সবাই চাইছে পিছিয়ে হলেও প্রতিযোগিতা যেন মাঠে গড়ায়। তাই সবার সম্মতিতে সাফ পিছিয়ে অক্টোবরে নেওয়া হয়েছে। নতুন ভেনু্যর জন্য ভারত, নেপাল ও মালদ্বীপ আগ্রহ প্রকাশ করেছে। ভারতে সাফ হলে খেলা হবে কলকাতায়। তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সভা শেষে বলেছেন, 'সাফের সব দেশই চায় সাফ ফুটবল হোক। আগামী অক্টোবর ফিফা নির্দিষ্ট সময়ে খেলা আয়োজনে সবাই একমত। পাঁচ দেশ নিয়েই লিগ পদ্ধতিতে হবে খেলা। ভেনু্যর জন্য তিনটি দেশের একটিকে বেছে নেওয়া হবে।'