বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোরিয়ার কাছে হেরে রোমান-দিয়ার বিদায়

ম ক্রীড়া প্রতিবেদক
  ২৫ জুলাই ২০২১, ০০:০০
টোকিও অলিম্পিকে আর্চারিতে রিকার্ভের মিশ্র ইভেন্টের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও কোরিয়ার কাছে হেরে বিদায় নিয়েছেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি -বিওএ

টোকিও অলিম্পিকে আর্চারিতে রিকার্ভের মিশ্র ইভেন্টের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি। কিন্তুর্ যাংকিং রাউন্ডের অপ্রতিরোধ্য কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্ট হেরে বিদায় নিয়েছেন বাংলাদেশের আর্চার রোমান ও দিয়া। গত মে মাসে লুজানে এই ইভেন্টেই ওয়ার্ল্ডকাপ স্টেজ-২ এ ফাইনালে খেলেছিলেন তারা।

অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার কিম জে দিওক ও আন সানের জুটির কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন এ সময়ে বাংলাদেশের সেরা দুই আর্চার। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আলো ছড়াতে পারেননি তারা।

প্রথম সেটে কোরিয়ার স্কোর ৩৮, বাংলাদেশ ৩০। দ্বিতীয় সেটে কোরিয়া করেছে ৩৫, বাংলাদেশ ৩৩। তৃতীয় সেটে ভালোই ফাইট দিয়েছিল রোমানরা। কোরিয়ার ৩৯ এর বিপরীতে বাংলাদেশ করেছিল ৩৮।

কিন্তু তাতে ফেরার কোনো সুযোগ ছিল না। পরপর তিন সেট হারার পরই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। ৬-০ সেট পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে পরের রাউন্ডে উঠে গেছে কোরিয়ান দুই আর্চার।

রোমান ও দিয়ার বাকি এখন রিকার্ভ একক ইভেন্ট। যেখানে রোমানকে নিয়ে আশায় দেখছেন সবাই। প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের টম হলের বিপক্ষে লড়বেন রোমান সানা। সেখানে ২৭ জুলাই পরীক্ষা ২৬ বছর বয়সি রোমানের। অপরদিকে প্রথম রাউন্ডে বেলারুশের কারিনা দিওমিনস্কায়ার বিপক্ষে পরীক্ষা দিতে হবে দিয়া সিদ্দিকীকে। সেজন্য ২৯ জুলাই লড়বেন ১৭ বছর বয়সি দিয়া।

এর আগের্ যাংকিং রাউন্ডে ছেলেদের এককে ৬৬২ স্কোর করে ৬৪ জনের মধ্যে ১৭তম হয়েছিলেন রোমান সানা। আর ৬৩৫ পয়েন্ট নিয়ে ৩৬তম হয়েছিলেন দিয়া সিদ্দিকী। দুজনের মোট ১২৯৭ পয়েন্ট নিয়ে শেষ ১৬-তে উঠেছিল বাংলাদেশ। যা অলিম্পিকে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে