মুসলিম জুডোকার শাস্তি

প্রকাশ | ২৫ জুলাই ২০২১, ০০:০০

ম ক্রীড়া ডেস্ক
শনিবার উদ্বোধন হওয়া টোকিও অলিম্পিকের প্রথম দিনেই ঘটেছে এক বিতর্কিত ঘটনা। ইসরাইলি প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার চেয়ে টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ানোই ভালো মনে করলেন আলজেরিয়ান জুডোকা ফাথি নুরিন। আলজেরিয়ান এই জুডোকার অলিম্পিক জুডোর ৭৩ কেজি ওজনশ্রেণিতে মুখোমুখি হবেন সুদানের মোহামেদ আবদালরাসুল। কিন্তু সমস্যাটা হবে এই ম্যাচে জিতলে। পরের রাউন্ডে নুরিনের প্রতিপক্ষ হতেন ইসরাইলের তোহার বাটবাল। কিন্তু এমনটি হতে দিতে চাননি তিনি। মানে খেলতে চান না ইসরাইলি প্রতিপক্ষের বিপক্ষে। তাই এই ইভেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন নুরিন। মূলত ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরাইলের নির্যাতনের প্রতিবাদস্বরূপ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমন সিদ্ধান্ত নেওয়ার পর শাস্তি পেলেন নুরিন এবং তার কোচ আমের বেন ইয়াকলিফ। তাদের অলিম্পিক থেকে প্রত্যাহার করে পাঠানো হয়েছে দেশে। শনিবার আন্তর্জাতিক জুডো ফেডারেশনের (আইজেএফ) নির্বাহী কমিটি জানিয়েছে তাদের সাময়িক নিষিদ্ধ করার খবর।