শরণার্থী শিবির থেকে অলিম্পিকের মঞ্চে

প্রকাশ | ২৫ জুলাই ২০২১, ০০:০০

ম ক্রীড়া ডেস্ক
পেশোয়ারের স্কুলে যখন বাজত, কওমি তারানা অর্থাৎ জাতীয় সংগীত তখন হৃদয়ে রক্তক্ষরণ হতো নিগারা শাহীনের। তার কণ্ঠে গুনগুন হতো, 'হে মেহরাবনে মা জান মোতিয়ে ওওমা হিসেবে হাসমত, আমার ফার্সনডনে তো....!' আফগানিস্তানের মেয়ে আফগান জাতীয় সংগীত গাইবেন এটাই তো স্বাভাবিক। কিন্তু সেই সুযোগ শৈশবে নিগারা পাননি কখনো। শরণার্থী শিবির ছিল যার ঠিকানা সেখানে দু'বেলা খাবারের নিশ্চয়তা আছে সেটাই তো অনেক! তবে স্রষ্টা যার কপালে ভালো কিছু লিখে রেখেছেন তিনি একদিন বড় হবেন-ই। তাইতো শরণার্থী শিবিরের সেই নিগারা এখন টোকিও অলিম্পিকের মঞ্চে। টোকিও অলিম্পিকে অংশ নিচ্ছে ১২ ইভেন্টের ২৯ জনের শরণার্থী অ্যাথলেট দলটি। সেই দলে রয়েছেন নিগারা শাহীনও। স্বপ্ন পূরণের আনন্দ টের পাওয়া গেল তার কণ্ঠে, 'আমি সবসময়ই অলিম্পিকে অংশগ্রহণের স্বপ্ন দেখেছি। নিজের স্বপ্ন ছোঁয়ার জেদ সবসময়ই আমার ছিল। যেদিন অলিম্পিকের শরণার্থী দল ঘোষণা করা হয় সেই দিনটি আমার জীবনের সবচেয়ে আনন্দের। কারণ আমি সেই দলের একজন।'