শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কমলাপুরের টার্ফে খেলবেই না মোহামেডান

ম ক্রীড়া প্রতিবেদক
  ২৭ জুলাই ২০২১, ০০:০০

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের মাঠের সংকট কাটাতে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফেও খেলা রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও এ মৌসুমে এখনো প্রিমিয়ার লিগের একটি ম্যাচও হয়নি এই মাঠে। আগামী ৩০ জুলাই থেকে দেশের ফুটবলের সর্বোচ্চ লিগ হওয়ার কথা রয়েছে কমলাপুরে। কিন্তু সূচি হাতে পাওয়ার পর থেকেই এই টার্ফে খেলতে আপত্তি জানিয়ে আসছে মোহামেডান। তারা বাফুফেকে চিঠি দিয়েও তা জানিয়েছে। ফুটবলারদের ইনজুরির হাত থেকে বাঁচাতে কোনো অবস্থাতেই এই টার্ফে খেলবে না মোহামেডান। দৈনিক যায়যায়দিনকে বিষয়টি নিশ্চিত করেছেন সাদা-কালোদের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব।

৩০ জুলাই থেকে খেলা শুরু হলেও কমলাপুরের টার্ফে প্রিমিয়ার লিগের মতো দেশের সর্বোচ্চ লিগ আয়োজন কতটা সম্ভব তা নিয়ে সন্দেহ আছে। মোহামেডান তো কোনোমতেই এই টার্ফে খেলতে রাজি নয়। গত বৃহস্পতিবার বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বরাবর চিঠি দিয়ে মোহামেডান জানিয়ে দিয়েছে তারা কমলাপুরে খেলবে না। ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদ এমপি সই করা চিঠিতে মোহামেডান জানিয়েছে, পুলিশের বিপক্ষে তাদের ম্যাচটি কমলাপুরের পরিবর্তে যেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন করা হয়। মূলত কমলাপুরের টার্ফে অনুশীলন করার কারণে কিছুদিন আগেই সাদা-কালোদের অধিনায়ক জাপানি ফুটবলার উরু নাগাতা ইনজুরিতে পড়েন। সেটি উলেস্নখ করেই চিঠি পাঠিয়েছিল মোহামেডান। উত্তরে বাফুফে কি জানিয়েছে? জানতে চাইলে ক্লাবের ম্যানেজার নকিব বলেছেন, 'তারা উত্তরে জানিয়েছে কমলাপুরের টার্ফ ভালো। এখানে সেকেন্ড বিলিগ (চ্যাম্পিয়নশিপ লিগ) হয়েছে। কিন্তু সেকেন্ড বিলিগ আর প্রিমিয়ার লিগ খেলা তো এক নয়। এই মাঠে যে কোনো সময় ইনজুরি হতে পারে। আমরা যখনই কমলাপুরে কোনো ট্রেনিং করেছি আমাদের ফুটবলারদের ইনজুরি হয়েছে।'

'আমার দলের ফুটবলারদের বর্তমানে যে অবস্থা। আমরা যদি ওই টার্ফে খেলতে যাই আমাদের চার থেকে পাঁচজন ফুটবলারের অপারেশন করাতে হবে। আমরা চাই যে কোনো মাঠে খেলা হোক, কিন্তু সেটা যেন ঘাসের মাঠ হয়। ফর্টিজেও যদি খেলা হয়। আমরা খেলতে রাজি আছি।' যোগ করেন নাকিব।

শুধু মোহামেডান না। অন্য ক্লাবেরও তো খেলা আছে এই মাঠে। তারা তো কোনো আপত্তি জানাচ্ছে না। শুধু মোহামেডানেরই আপত্তি কেন? উত্তরে নকিব বলেছেন, 'শুধু আমাদের ফুটবলারই না। এই টার্ফে খেললে যে কোনো দলের ফুটবলারই ইনজুরিতে পড়তে পারে। হয়তো অনেকে আপত্তি জানাচ্ছে না। কিন্তু আমরা আপত্তি জানাচ্ছি। আমাদের কোচ এভাবে বলেছেন যে 'আমার নিজের ছেলেকে কখনো আমি এই মাঠে খেলতে দিতাম না।' আমাদের ফুটবলাররা তো আমাদের ছেলের মতোই। তাদের আমরা এই মাঠে খেলতে দিতে পারি না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে