বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাশিয়া নেই, আবার আছে!

ক্রীড়া ডেস্ক
  ৩০ জুলাই ২০২১, ০০:০০

অলিম্পিকে রাশিয়ার অনুপস্থিতি দেখে অবাক হয়েছেন। একইসঙ্গে পদক তালিকার উপরের দিকে 'আরওসি' (জঙঈ) নামক একটি দেশের অস্তিত্বের কথা জানতে পেরে চমকেও উঠেছেন। আসলে, 'আরওসি' কোনো 'দেশ' নয়, তা বরং রাশিয়ান অলিম্পিক কমিটির সংক্ষিপ্ত রূপ।

এবারের অলিম্পিকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও দেশটির ৩৩৫ জন ক্রীড়াবিদ আরওসি'র ব্যানারে ৩৩টি ক্রীড়া প্রতিযোগিতার এই আসরে দলগতভাবে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছে। আর ইতোমধ্যে, পঞ্চম দিন শেষে, সাতটি সোনা, নয়টি রুপা ও ছয়টি ব্রোঞ্জসহ মোট ২২টি পদক পেয়ে পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে তারা।

রাশিয়ার জাতীয় সংগীত না বাজলেও এবারকার অলিম্পিকে 'আরওসি'র পদকপ্রাপ্তদের অভিনন্দন জানাতে দেশটির বিখ্যাত সুরকার পিওতর চাইকভস্কির এক নম্বর পিয়ানো কনচের্তো (বি-ফ্ল্যাট মাইনর) বাজানো হচ্ছে। পাশাপাশি রয়েছে যেকোনো রুশ জাতীয় প্রতীক বা লোগো ব্যবহারের উপর নিষেধাজ্ঞা। এমনকি আরওসির পূর্ণরূপ বলাও বারণ।

এত কিছুর পরেও, আরওসি'র পতাকায় অলিম্পিকের লোগোর উপরেই অবস্থান করছে রাশিয়ার পতাকার আদলে সাদা-নীল-লাল রঙের ডোরাকাটা ঢেউ খেলানো প্রতীক। তাতে মনে হতে পারে, খোদ রাশিয়ার পতাকাটাই উড়ছে। সেই সঙ্গে রুশ প্রতিযোগীরা তাদের সেই চিরচেনা তেরঙা জামা পরিধান করেই খেলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে