বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
পরিসংখ্যানে বাংলাদেশ-জিম্বাবুয়ে সবের্মাট ম্যাচ ৬৯টি বাংলাদেশ জয়ী জিম্বাবুয়ে জয়ী ৪১ ২৮ বাংলাদেশে মুখোমুখি ৩৮ ম্যাচ বাংলাদেশ জয়ী জিম্বাবুয়ে জয়ী ২৭ ১১ দলীয় সবোর্চ্চ বাংলাদেশ : ৩২০/৮ (২০০৯) জিম্বাবুয়ে : ৩২৩/৭ (২০০৯) দলীয় সবির্নম্ন বাংলাদেশ : ৯২ (নাইরোবি, ১৯৯৭) জিম্বাবুয়ে : ৪৪ (চট্টগ্রাম, ২০০৯) বড় জয় (রানের হিসেবে) বাংলাদেশ : ১৪৫ (ঢাকা, ২০১৫) জিম্বাবুয়ে : ১৯২ (নাইরোবি, ১৯৯৭) বড় জয় (উইকেটের হিসেবে) বাংলাদেশ : ৯ উইকেট (খুলনা ২০০৬) জিম্বাবুয়ে : ৮ উইকেট (হারারে, ২০০৭) ছোট জয় (রানের হিসেবে) বাংলাদেশ : ৮ রান (হারারে, ২০০৪) জিম্বাবুয়ে : ৫ রান (হারারে, ২০১১) ছোট জয় (উইকেটের হিসেবে) বাংলাদেশ : ১ উইকেট (হারারে, ২০০৭) জিম্বাবুয়ে : ২ উইকেট (হারারে, ২০০৬) সবাির্ধক রান বাংলাদেশ : সাকিব আল হাসান (৪৫ ম্যাচে ৪০.১১ গড়ে ১৪০৪) জিম্বাবুয়ে : ব্রেন্ডন টেলর (৪৭ ম্যাচে ২৮.৪১ গড়ে ১২২২) ব্যক্তিগত সবোর্চ্চ বাংলাদেশ : তামিম ইকবাল ১৫৪ জিম্বাবুয়ে : চালর্স কভেন্ট্রি ১৯৪* সবোর্চ্চ উইকেট বাংলাদেশ : সাকিব আল হাসান (৪৫ ম্যাচে ৩.৯৩ ইকোনোমিতে ৭৪টি) জিম্বাবুয়ে : রেমন্ড প্রাইস (২৫ ম্যাচে ৩.৮১ ইকোনোমিতে ৩৫টি) সেরা বোলিং বাংলাদেশ : আব্দুর রাজ্জাক (৫/২৯) জিম্বাবুয়ে : ব্রায়ান স্ট্র্যাং (৬/২০) জুটিতে সবোর্চ্চ বাংলাদেশ : ১৭০ (প্রথম উইকেটে) শাহরিয়ার হোসেন ও মেহরাব হোসেন জিম্বাবুয়ে : ১৬১ (প্রথম উইকেটে) গ্র্যান্ড ফ্লাওয়ার ও অ্যান্ডি ফ্লাওয়ার ২০১০ সালের পহেলা ডিসেম্বরের পর ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে হারেনি বাংলাদেশ। ঘরে-বাইরে মিলিয়ে দলটির বিপক্ষে তারা সবশেষ হেরেছে ২০১৩ সালে। বুলাওয়েতে ওই হারের পর সবশেষ ১০ ম্যাচে জয়ী দল বাংলাদেশ। বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বৈরথে সবথেকে বেশি ৫৩টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন এলটন চিগুম্বুরা। বাংলাদেশের পক্ষে সবাির্ধক ৪৬ ম্যাচ খেলেছেন মোহাম্মদ আশরাফুল।