ফেডারেশন কাপ

সহজ গ্রæপে ঢাকা আবাহনী

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপ ফুটবল টুনাের্মন্ট দিয়ে আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। শনিবার বাফুফে ভবনে হয়েছে টুনাের্মন্টের গ্রæপিং ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা। বরাবরের মতো এবারও ফেডারেশন কাপে প্রধান পৃষ্ঠপোষক ওয়ালটন। গ্রæপিং অনুযায়ী ১৩ দল খেলছে ৪ গ্রæপে। এর মধ্যে তুলনামূলক সহজ গ্রæপে পড়েছে বতর্মান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। যদিও পূবির্নধাির্রত সময় ছিল ২২ অক্টোবর। তবে ৫ দিন পিছিয়ে ২৭ অক্টোবর থেকে আয়োজন করা হচ্ছে ফেডারেশন কাপ। এ প্রসঙ্গে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান এবং বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুশের্দী বলেছেন, ‘ক্লাবগুলোর অনুরোধে এবং সামগ্রিক বিবেচনায় বাফুফের সিদ্ধান্তেই ৫ দিন পিছিয়ে ফেডারেশন কাপ শুরু করা হচ্ছে ২৭ তারিখ থেকে।’ গ্রæপ পবের্ প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। দুদিন পর পর একটি করে ম্যাচ রাখা হয়েছে। গ্রæপ পবর্ শেষে একদিন বিরতি দিয়ে হবে কোয়াটার্র ফাইনাল। তবে মাঝে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ থাকায় কিছুদিন বিরতি দিয়ে ২১ এবং ২২ নভেম্বর হবে সেমিফাইনাল। ফাইনাল হবে ২৫ নভেম্বর। তবে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনূধ্বর্-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ হওয়ার কথা থাকায় ফেডারেশন কাপের সূচিতে কিছুটা পরিবতর্ন আসতে পারে। এখনো ওই টুনাের্মন্টের ফাইনাল ম্যাচের সময় জানা যায়নি। বাংলাদেশ জাতীয় দলের ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হবে ১২ থেকে ২২ নভেম্বর। গ্রæপিং অনুযায়ী সহজ গ্রæপেই পড়েছে ঢাকা আবাহনী। ‘এ’ গ্রæপে আছে বতর্মান রানাসর্আপ দল চট্টগ্রাম আবাহনী, আরামবাগ এবং রহমতগঞ্জ। গ্রæপ ‘বি’তে সাইফ স্পোটির্ং ক্লাবের সঙ্গী ব্রাদাসর্ ইউনিয়ন এবং টিম বিজেএমসি। ‘সি’ গ্রæপে বতর্মান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী পেয়েছে শেখ রাসেল এবং মুক্তিযোদ্ধাকে। গ্রæপ ‘ডি’তে নবাগত দুই দল নিয়ে মোট ৪ দল খেলছে। সিডিং অনুযায়ী শেখ জামাল, মোহামেডান, বসুন্ধরা কিংস এবং লটারির মাধ্যমে নোফেল স্পোটির্ং ক্লাবকে রাখা হয়েছে। কাগজেকলমে মৌসুমের সব থেকে শক্তিধর দল ধরা হচ্ছে বসুন্ধরা কিংসকে। তাই গ্রæপ ‘ডি’কে বলা যায় ডেথ গ্রæপ। গত বছর দুটি ক্লাব এএফসি ক্লাবে খেলার সুযোগ পেলেও এবার একটি ক্লাবেরই সুযোগ থাকছে আসরটিতে খেলার। অথার্ৎ ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দলই এএফসি কাপে খেলার সুযোগ পাবে। তবে সেই চ্যাম্পিয়ন দল হতে হবে এএফসির লাইসেন্সধারী চার ক্লাবের মধ্য থেকে। এদিকে, শনিবার পেশাদার লিগ কমিটির সভা শেষে জানানো হয়, একটি ভেন্যু বাড়ছে এবারের প্রিমিয়ার লিগে। সব মিলে মোট ৭টি ভেন্যুতে খেলা হবে। নতুন ভেন্যু ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম। মূলত এই ভেন্যুটি শেখ জামাল ধানমÐি ক্লাবের হোম ভেন্যু। সালাম মুশের্দী জানান, ফেডারেশন কাপের পর হবে প্রিমিয়ার লিগ। তবে ঠিক কবে থেকে লিগ শুরু করা হবে এ সম্পকের্ এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।