এবার লেভান্তের কাছে হারল রিয়াল

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মাসেের্লার এই ছবিটাই বলে দিচ্ছে সব। শনিবার সান্তিয়াগো বানার্ব্যুতে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদকে এভাবেই হতাশায় ডুবিয়েছে লেভান্তে। সব ধরনের প্রতিযোগিতায় এটি লস বøাঙ্কোসদের টানা তৃতীয় হার Ñওয়েবসাইট
‘ভাগ্য আজ আমাদের সহায় ছিল না’- রিয়াল মাদ্রিদের ভক্তরা এই অজুহাতটা দিতেই পারেন এখন। শনিবার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচ জয়হীন থেকে ঘরের মাঠে লেভান্তের বিপক্ষে খেলতে নেমেছিল লস-বøাঙ্কোসরা। ৩৬০ মিনিট গোলহীন থাকা দলটি এদিন ভিএআরের কারণে এক গোল হজম করার পাশাপাশি একটি গোল থেকে বঞ্চিত হয়েছে। দুবার তাদের প্রচেষ্টা ব্যথর্ বানিয়ে দিয়েছে ক্রসবার। একবার পোস্টে লেগে ফিরে এসেছে বল। আর শেষতক জুটেছে ২-১ ব্যবধানের হার! এই নিয়ে লা লিগায় শেষ চার ম্যাচের তিনটিতেই পরাজিত হলো রিয়াল। শুরুটা করেছিল সেভিয়া। এরপর আলাভেস। সবের্শষ জায়ান্ট-বধের আনন্দে মাতল লেভান্তে। ঘরের মাঠে মিডফিল্ডার টনি ক্রুস আর আক্রমণ ভাগের দুই তারকা গ্যারেথ বেল-করিম বেনজেমাকে বেঞ্চে রেখে একাদশ সাজান রিয়াল কোচ লোপেতেগি। শুরুটা ভালো হলেও ৬ মিনিটেই গোল হজম করে বসে স্বাগতিকরা। লেভান্তের সাজির্ও পোস্টিগোর সরাসরি পাসটা ঠিক বুঝতে পারেনি রাফায়েল ভারানে। কিন্তু যাকে উদ্দেশ্য করে পোস্টিগোর এই পাস সেই হোসে মোরালেস ঠিকই বলটা নিয়ন্ত্রনে নিয়ে নেন আর সঙ্গে সঙ্গে জড়িয়ে দেন জালে। মিনিট পঁাচেক বাদে অতিথিদের আনন্দটা আরও বাড়িয়ে তোলেন রজার মাটির্। এবারও বলির পঁাঠা ভারানে! ডি-বক্সে ফরাসি ডিফেন্ডারের হাতে বল লাগে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দ্বারস্থ হয়ে পেনাল্টির সিদ্ধান্ত নেন প্রধান রেফারি। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করতে ভুল হয়নি মাটির্র। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়া রিয়াল গোলের জন্য মরিয়া হয়ে উঠে। ১৭ মিনিটে আসেনসিওর কল্যাণে ব্যবধানটা কমিয়েও ফেলেছিল তারা। ইসকোর কনাের্র হেড নিয়েছিলেন কাসেমিরো। সেটি আঘাত হানে ক্রসবারে। ফিরতি শটে ঠিকই জালে বল জড়িয়ে দিয়েছিলেন আসেনসিও। কিন্তু এবার ভিএআরের সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। ভিডিও রিপ্লেতে দেখা যায় শট নেয়ার সময় তিনি ছিলেন অফসাইডে। ৩৪ মিনিটে রিয়ালকে আবারও হতাশায় ডুবায় ক্রসবার। এবার বাধাপ্রাপ্ত মিরান্ডার হেড। প্রথমাধের্ আর কোনো গোল শোধ দিতে পারেনি লস বøাঙ্কোসরা। দ্বিতীয়াধের্ বেল-বেনজেমাকে মাঠে নামান লোপেতেগি। ৬৫ মিনিটেই প্রায় গোল পেয়েই গিয়েছিলেন বেল। কিন্তু তার নেয়া ফ্রিকিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন লেভান্তে গোলরক্ষক কেবায়োস। অবশেষে ৭২ মিনিটে বেনজেমার অ্যাসিস্টে রিয়ালের গোলখরা ঘুচান মাসেের্লা। মিনিট চারেক বাদেই সমতায় ফিরতে পারত স্বাগতিকরা। কিন্তু বেনজেমার বঁাকানো শট আঘাত হানে পোস্টে। ৮৮ মিনিটে অফসাইডের কারণে তার আরেকটি প্রচেষ্টা নষ্ট হয়ে গেলে ম্যাচের ফেরার সম্ভাবনা মাটি হয়ে যায় রিয়ালের। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট থাকায় লিগ টেবিলের পঁাচেই পড়ে থাকল রিয়াল। দারুণ জয়ে লেভান্তে ওঠে এসেছে সাতে।