ওয়ানডেতে ঘুরে দঁাড়াবে ক্যারিবীয়রা?

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
কীভাবে টেস্ট খেলতে হয় তা যেন ভুলে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে দুটি ম্যাচেই তিন দিনে হেরে গেছে তারা। সাদা পোশাকে ব্যথর্তা ভুলে আজ রঙিন পোশাকে মাঠে নামছে জেসন হোল্ডার ব্রিগেড। গোহাটিতে পঁাচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে ক্যারিবীয়রা। ওয়ানডেতে এখন পযর্ন্ত ১২১ বার দেখা হয়েছে দুই দলের। ৬১ ম্যাচে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, ভারতের জয় ৫৬টিতে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ‘ম্যান ইন বøু’রা বেশ এগিয়ে গেছে। এই সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে ছুঁয়ে ফেলার সুযোগ বিরাট কোহলিদের সামনে। এশিয়া কাপে বিশ্রামে থাকা নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ফিরেছেন দলে। ভারত তাই পূণর্শক্তির দল পাচ্ছে। রোহিত শমার্ আর শিখর ধাওয়ানকেও ওপেনিংয়ে ফিরিয়ে আনা হয়েছে। টেস্ট সিরিজে দুজন ছিলেন দলের বাইরে। টেস্টের পর রঙিন পোশাকে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন উদীয়মান তারকা ঋষভ পান্ত। অবশ্য পান্ত খেললে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলবেন। কারণ, উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনিকেই দেখা যাবে। অধিনায়কের দায়িত্ব ছাড়লেও দল গোছানোর দায়িত্বটা ছাড়েননি তিনি। যার প্রমাণ মিলেছে এশিয়া কাপেই। হাডির্ক পান্ডিয়া পড়েছেন ইনজুরিতে। স্পিনিং অলরাউন্ডার রবিন্দ্র জাদেজাকে তাই দলে রেখেছে ভারত। তবে বরাবরের মতো ভারতের বোলিং লাইনআপকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার-জাসপ্রিত বুমরাহ। নতুন ও পুরাতন বলে দারুণ ইকোনমি রেট বজায় রেখে বোলিং করে যাচ্ছেন তারা। সঙ্গে চায়নাম্যান কুলদীপ যাদব আর লেগস্পিনার যুযবেন্দ্র চাহাল তো থাকছেনই। ২০১৪ সালে ভারত সফরে আসা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এবারের ওয়েস্ট ইন্ডিজের বিস্তর ফারাক। অধিনায়ক জেসন হোল্ডার, মারলন স্যামুয়েলস, কেমার রোচ আর দেবেন্দ্র বিশু ছিলেন সবের্শষ সিরিজে। বাকি সব নতুন মুখ। এখন দেখার ওয়ানডেতে তারা ঘুরে দঁাড়াতে পারেন কি না।