মুস্তাফিজকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের নিলাম হতে এখনো দু’মাস বাকি। কিন্তু তার আগেই মাল্টি বিলিয়ন ডলারের এ টুনাের্মন্টের দলগুলোর মধ্যে শুরু হয়েছে খেলোয়াড় ট্রান্সফার, কেনা-বেচা। যেখানে শুরুতেই চমক দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সবার আগে তারা রয়েল চ্যালেঞ্জাসর্ ব্যাঙ্গালুরু থেকে দলে টেনেছে কুইন্টন ডি কককে। এজন্য দলটি ছেড়ে দিয়েছে গত আসরে খেলা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে। গত মৌসুমে ২ কোটি ৮০ লাখ রুপিতে ডি কককে কিনেছিল ব্যাঙ্গালুরু (আরসিবি)। একই মূল্যে এবার দলটির কাছ থেকে ডি কককে কিনে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। যে কারণে গত বছর ২ কোটি ২০ লাখ রুপিতে কেনা মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে দলটি। এদিকে ৫০ লাখ রুপিতে কেনা শ্রীলংকার স্পিনার আকিলা ধনঞ্জয়ার সঙ্গেও সম্পকর্ ছিন্ন করেছে আইপিএলের তিনবারের শিরোপাজয়ীরা। আইপিএলে নিজের প্রথম মৌসুম দুদার্ন্ত পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়েছিলেন মুস্তাফিজ। সানরাইজাসর্ হায়দরাবাদের শিরোপা জয়ের পথে রেখেছিলেন গুরুত্বপূণর্ ভূমিকা। পরের মৌসুমে হায়দরাবাদের সঙ্গে থাকলেও চোটের কারণে বাংলাদেশি পেসার খেলতে পেরেছিলেন মাত্র একটি ম্যাচ। আর গত মৌসুমে তো তার ওপর আর আস্থাই রাখতে পারেনি হায়দরাবাদ, ছেড়ে দেয় মুস্তাফিজকে। নিলামে ঠিক হয় বাঁহাতি পেসারের নতুন ঠিকানা মুম্বাই। কিন্তু প্রত্যাশার জবাবটা তিনি ঠিকমতো দিতে পারেননি দলকে। তাই আগেভাগে বাংলাদেশি পেসারকে ছেড়ে দিল তারা।