পঁাচ গোলে ইতিহাস ইয়োভিচের

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ম্যাচ শেষে ফ্রাঙ্কফুটের্র খেলোয়াড় আর সমথর্করা দঁাড়িয়ে সম্মান জানালেন লুকা ইয়োভিচকে। শুক্রবার ফরচুনা ডুসেলডফের্র বিপক্ষে যে কীতির্ গড়েছেন, তাতে ওমন একটা স্ট্যান্ডি ওভেশন প্রাপ্য ছিল সাবির্য়ার ২০ বছর বয়সী এই ফুটবলারের। সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগায় এক ম্যাচে পঁাচ গোল করে ইয়োভিচ ঠঁাই করে নিয়েছেন ইতিহাসের পাতায়। ২৬ মিনিটে বঁা পায়ের বাইসাইকেল কিকে গোলের খাতা খোলেন ইয়োভিচ। বিরতির আগমুহূতের্ দ্বিতীয়বারের মতো জালে বল জড়ান তিনি। ৫৫ মিনিটে পূণর্ করেন হ্যাটট্রিক। ৬৯ আর ৭২ মিনিটে আরও দুবার জালে বল জড়ান ইয়োভিচ। তার এই কীতির্ ফ্রাঙ্কফুটের্র ইতিহাসেও প্রথম। ইয়োভিচের রাতে ডুসেলডফের্ক ৭-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে ফ্রাঙ্কফুটর্। দলের পক্ষে বাকি দুটি গোল করেছেন সেবাস্তিয়ান হলার। এই জয়ে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের ৮ নম্বরে উঠে এসেছে ফ্রাঙ্কফুটর্। ৮ ম্যাচে ১৩ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে আপাতত শীষের্ বরুসিয়া ডটর্মুন্ড।