শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিরপুর স্টেডিয়ামে হঠাৎ নীরবতা

নতুনধারা
  ০২ আগস্ট ২০২১, ০০:০০
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি২০ সিরিজকে সামনে রেখে রোববার প্রথম অনুশীলন করেন সাকিব-মাহমুদউলস্নাহরা -বিসিবি

ম ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর, সঙ্গে একগাদা বিধিনিষেধের শর্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নানা শর্ত বেঁধে দিয়ে গেল বৃহস্পতিবার ঢাকায় পা রাখে ক্রিকেট অস্ট্রেলিয়া দল। তিন দিনের কোয়ারেন্টিন শেষে গতকাল রোববার প্রথম দিনের অনুশীলনের জন্য মাঠে উপস্থিত হয় তারা।

সকালে বাংলাদেশ দলও প্রথম দিনের মতো অনুশীলন করে। টাইগারদের অনুশীলনের সময় মাঠকর্মীদের দেখা যায় কাজ করতে। স্টেডিয়াম পাড়াও ছিল সরব। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুশীলন শেষে হোটেলে ফিরে টাইগাররা।

এরপর আসার পালা অস্ট্রেলিয়া দলের। তার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের প্রোটোকল টিম পাঠায় মাঠ পর্যবেক্ষণে। তাদের দেওয়া সবুজ সংকেত পেলেই আসবে দল। তবে প্রোটোকল টিম আসার খবরে মুহূর্তেই নীরব হয়ে যায় শেরেবাংলা স্টেডিয়াম। কোথাও কেউ নেই, মাঠকর্মীরাও উধাও।

সিরিজ সংশ্লিষ্টদেরও যাতায়াতে আসে স্থবিরতা। ব্রডকাস্টার থেকে শুরু করে সাংবাদিকদেরও জানিয়ে দেওয়া হয় বেশি ঘোরাঘুরি না করতে।

বেলা ৩টার দিকে অস্ট্রেলিয়া টিমের বাস প্রবেশ করে মাঠে। এরপর আরও বেশি নীরব হয়ে যায় স্টেডিয়াম পাড়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে