শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পিএসজিকে হারিয়ে ট্রফি জিতল লিলে

ক্রীড়া ডেস্ক
  ০৩ আগস্ট ২০২১, ০০:০০

নেইমার এবং ডি মারিয়ার তো এখনো কোপার বাতাস গা থেকে যাচ্ছেই না। অন্যদিকে মৌসুম শুরু হওয়ার আগে নিজের ইচ্ছেমত অবসর সময় কাটাচ্ছেন এমবাপ্পে। এমতাবস্থায় সুপার কাপের ফাইনালে মাঠে নামে ফরাসি জায়ান্ট ক্লাবটি। দলের প্রধান তিন তারকাকে ছাড়া যে প্রতিপক্ষের ডি-বক্সে আক্রমণ ভালোভাবে হবে না- সেটা আগে থেকে অনুমিতই ছিল। ম্যাচেও ঘটেছে তাই।

শুধু নেইমার-এমবাপ্পেই নয়, দলে এখনো যোগ দেয়নি আর্জেন্টাইন তারকা ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়ারও। নেইমার-এমবাপ্পেকে ছাড়াই ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে লিলের বিপক্ষে হেরেচে পিএসজি। লিগ জয়ী লিলের বিপক্ষে পেরে উঠেনি কাপ জয়ী পিএসজি।

রোববার ইসরাইলের তেল আবিবে ১-০ গোল ব্যবধানে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যদের হারিয়েছে লিলে। ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেন মিগুয়েল অ্যাঞ্জেলো ডি সিলভার (জ্যাকা)।

এদিন বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ বিপৎসীমা পর্যন্ত আক্রমণ খুব একটা যায়নি পিএসজি। আর যে কটা হয়েছে, তাও আবার লক্ষ্যভ্রষ্ট। দশ শটের তিনটি মাত্র ছিল লক্ষ্যে।

অন্যদিকে লিলেও একের পর এক আক্রমণে পিএসজির রক্ষণভাগের ফুটবলারদের ব্যস্ত করে রাখে। এরই ফলশ্রম্নতিতে প্রথমার্ধের শেষ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছে লিলে। এ সময় পর্তুগিজ তারকা মিগুয়েল অ্যাঞ্জেলো ডি সিলভার (জ্যাকা) কল্যাণে গোল পেয়ে ১-০ ব্যবধানে থেকে বিরতিতে যায় লিগ জয়ীরা।

দ্বিতীয়ার্ধের খেলায় সমতায় ফেরার জন্য উঠেপড়ে লাগে। কিন্তু দক্ষ ফিনিশিংয়ের অভাবে বারবার থেমে গেছে প্রতিপক্ষের ডি-বক্সের আগেই।

ফলে শেষ পর্যন্ত ম্যাচে গোলের দেখা পায়নি পচেত্তিনোর শিষ্যরা। আর তাতেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে লিলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে