চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জের জয়

প্রকাশ | ০৪ আগস্ট ২০২১, ০০:০০

ম ক্রীড়া প্রতিবেদক
অবশেষে মাঠে গড়াল বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ (বিপিএল)। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০তম রাউন্ডের ম্যাচে রহমতগঞ্জ ২-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। একই সময়ে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে ৪-৩ গোলের কষ্টার্জিত জয় পায় চট্টগ্রাম আবাহনী। জোড়া গোল করেন আবাহনীর নিক্সন। ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এলো চট্টলা। ১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে বারিধারা। রহমতগঞ্জের ১৮ পয়েন্ট। তারা আছে নবম স্থানে। ৬ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে ব্রাদার্স। প্রথম পর্বে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল উত্তর বারিধারা। সেই ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের কাছে পয়েন্ট হারানোর আক্ষেপ ছিল চট্টলার। তাই দ্বিতীয় পর্বে পূর্ণ তিন পয়েন্টের প্রত্যাশাতেই মাঠে নেমেছিল তারা। আগের ম্যাচে শক্তিধর বসুন্ধরা কিংসকে হারিয়ে দিয়ে উজ্জীবিত ছিল মারুফুল হকের শিষ্যরা। তাই মঙ্গলবার বারিধারার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা। তবে ম্যাচ শুরুর মাত্র ১০ মিনিটের মাথাতেই নিজেদের ভুলে পিছিয়ে পড়ে বন্দর নগরীর দলটি। নিজেদের বক্সে প্রতিপক্ষ ফুটবলারকে অবৈধভাবে বাধা দিয়ে পেনাল্টি থেকে এক গোল হজম করে তারা। বারিধারার উজবেক মিডফিল্ডার কচনেভের পেনাল্টি শট আশ্রয় নেয় চট্টলার জালে (১-০)। তবে এর মাত্র ১৩ মিনিট পরই ম্যাচে সমতা আসে। ২৩ মিনিটে চট্টলার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন ব্রিজোলারা গোল করে চট্টগ্রাম আবাহনীকে সমতায় ফেরান (১-১)। ৪৩ মিনিটে নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করে ব্যবধানটা বাড়িয়ে নেন নিক্সন (২-১)। এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন এই ব্রাজিলিয়ান। ৫০ মিনিটে সতীর্থ চিনেদো ম্যাথিও যে গোলটি করেছেন তার বলের জোগান দাতাও ছিলেন এই নিক্সনই (৩-১)। ৫৯ মিনিটে রাকিব হোসেনের গোলে ৪-১ এ এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। তবে ৬৭ মিনিটে ব্যবধান কিছুটা কমায় বারিধারা। এবারের গোলটি করেন মিশরীয় মিডফিল্ডার মোস্তফা খারাবা (৪-২)। ম্যাচের শেষ দিকে এসে লড়াইটা আরও জমে উঠে, যখন ৮০ মিনিটে বারিধারার মিডফিল্ডার পাপন সিং আরও এক গোল করে ম্যাচটাকে ড্র'য়ের দিকে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি তারা। তাই হাড্ডাহাড্ডি লড়াই শেষে কষ্টার্জিত তিন পয়েন্টে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে প্রথম লেগে রহমতগঞ্জের কাছে ২-০ গোলে হেরেছিল ব্রাদার্স। স্বভাবতই মঙ্গলবার ছিল ব্রাদার্সের প্রতিশোধের ম্যাচ। কিন্তু সেই ম্যাচে প্রতিপক্ষকে পুরো প্রথমার্ধ আটকে রেখেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এক গোল হজম করতে হয়েছে গোপীবাগের দলটিকে। ৪৯ মিনিটে গোল করে রহমতগঞ্জকে লিড এনে দেন আইভরিকোস্টের ফরোয়ার্ড ক্রিস্ট রেমি (১-০)। ইনজুরি টাইমে (৯০+৩) আরও এক গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওডিলি ফেলিক্স। আর এই গোলেই জয় নিশ্চিত হয় রহমতগঞ্জের। আজ বিকাল ৪টায় দুই ভেনু্যতে দু'টি ম্যাচ। কমলাপুরে আরামবাগ খেলবে শেখ রাসেলের বিপক্ষে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা।