অভিষেকে ব্যাট হাতে বিবণর্ রাব্বি

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
রোববার দেশের ১২৯তম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে অভিষেক হয়েছে ফজলে রাব্বির। তবে রঙিন পোশাকে পথচলাটা সুখকর হয়নি ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানের। ফিরেছেন শূন্য রানে Ñসৌজন্য
বাংলাদেশের ৩৫০তম ওয়ানডে ম্যাচে অভিষিক্ত হলেন ফজলে মাহমুদ রাব্বি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই একাদশে জায়গা পেয়েছেন ৩০ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান। তবে তার অভিষেকটা হয়েছে ভুলে যাওয়ার মতো। ঘরোয়া ক্রিকেটে প্রায় ১৪ বছর ধরে ধারাবাহিকভাবে পারফমর্ করে যাওয়া রাব্বি এদিন রানের খাতাই খুলতে পারেননি। ১৪ বলে ৪ রান করে ওপেনার লিটন দাস ফিরলে ব্যাট হাতে নামেন রাব্বি। কিন্তু টিকতে পারলেন মাত্র ৪টি বল। রানের খাতা খোলার আগেই তাকে বিদায় করেছেন তেন্দাই চাতারা। ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলটি বাড়তি বাউন্স পেয়েছিল, সেটা রাব্বির ব্যাটের কানা ছঁুয়ে আশ্রয় নেয় ব্রেন্ডন টেলরের গøাভসে। অনেকটা লাফিয়ে উঠে ক্যাচটা নিয়েছেন জিম্বাবুইয়ান উইকেটরক্ষক। দলের অন্যতম সেরা দুই কাÐারি সাকিব আল হাসান আর তামিম ইকবাল ইনজুরির কারণে খেলতে না পারায় বাংলাদেশ দল পেয়েছে ভিন্ন চেহারা। ব্যাটিংয়ের পাশাপাশি বাঁ-হাতের স্পিন কাযর্করী হওয়ায় রাব্বিকে ভাবা হচ্ছিল সাকিবের বিকল্প! তাতেই দেশের ১২৯তম খেলোয়াড় হিসেবে অভিষেক তার। সেটাও ৩০ বছর বয়সে! বয়স ৩০ ছেঁায়ার পর বাংলাদেশ দলে অভিষেক হয়েছে, এমন নজির খুব একটা নেই। ১৯৮৬ সালে বাংলাদেশের অভিষেক ওয়ানডেতে খেলেছিলেন ৩০ পেরোনো তিন ক্রিকেটারÑ জাহাঙ্গীর শাহ, রকিবুল হাসান আর সামিউর রহমান।