শীষর্ লিগে ৪০০ রোনালদোর

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদো
‘ক্রিশ্চিয়ানো রোনালদো’ নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক বিধ্বংসী ফরোয়াডের্র প্রতিচ্ছবি। গোল করাই যার নেশা। যে নেশা শনিবার তাকে পেঁৗছে দিয়েছে এমন এক জায়গায়, যেখানে আজ-অবধি পেঁৗছতে পারেননি কেউ। সিরি’আয় জেনোয়ার বিপক্ষে গোলের সুবাদে প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের শীষর্ পঁাচ লিগে ৪০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন এই পতুির্গজ তারকা। ২০০৩ সালে স্বদেশী ক্লাব স্পোটির্ং লিসবন ছেড়ে ইংল্যান্ডের ম্যানচেস্টারে পাড়ি জমান রোনালদো। ঠিকানা গড়েন ম্যানচেস্টার ইউনাইটেডে। ঐতিহ্যবাহী ক্লাবটির জাসিের্ত ২০০৩-২০০৯ পযর্ন্ত ১৯৬ ম্যাচে রোনালদো করেছিলেন ৮৪ গোল। এরপর তিনি চলে আসেন স্পেনের রিয়াল মাদ্রিদে। গত ৯ বছরে লস-বøাঙ্কোসদের হয়ে ২৯২ ম্যাচে ৩১১ গোল করেছেন পতুির্গজ তারকা। নতুন চ্যালেঞ্জ নিয়ে রোনালদো চলতি মৌসুমে জুভেন্টাসে যোগ দিয়েছেন। শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দ ফিরে পেয়েছেন তিনি। সময়টা এখন আর মন্দ কাটছে না। শনিবার জেনোয়ার বিপক্ষে গোলের সুবাদে ৯ ম্যাচে পঁাচবার জালে বল জড়ালেন রোনালদো। যেটি আবার ইউরোপিয়ান লিগে তার ৪০০তম গোল। রোনালদোর পেছনেই রয়েছেন আজের্ন্টাইন জাদুকর লিওনেল মেসি। সেভিয়ার বিপক্ষে পরশু দিন লা লিগায় ৩৯০তম গোলটি করেছেন বাসেের্লানা তারকা। রোনালদোর রেকডের্ছঁায়া রাতে অবশ্য জয় দেখেনি জুভেন্টাস। দ্বিতীয়াধের্ একটি গোল হজম করে বসে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষতক পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় তাদের। দলের এই পারফরম্যান্স মোটেও সন্তুষ্ট করতে পারেনি কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রিকে। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘তারা তো কেবল প্রথম ৩০ মিনিট মন দিয়েছে খেলেছে। এরপর ম্যাচটা ছেড়ে দিয়েছে তারা। দ্বিতীয়াধের্ খেলোয়াড়দের আচরণ এমন ছিল যেন, তারা প্রীতি ম্যাচে লড়ছে।’ টানা আট জয়ের পর শনিবার জেনোয়ার বিপক্ষে ড্র, এরপরও অবশ্য পয়েন্ট টেবিলের শীষের্ই থাকছে জুভেন্টাস। ৯ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নাপোলি। অপর ম্যাচে যারা উদিনেসকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। প্রতিপক্ষের মাঠে ১৪ মিনিটে ফাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় নাপোলি। ৮২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান বেলজিক তারকা ড্রিস মটের্ন্স। এর মিনিট-তিনেক বাদে কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মাকোর্ রগ। তবে রাতটা ভালো কাটেনি রোমার। স্তাদিও অলিম্পিকোতে স্পালের কাছে ২-০ ব্যবধানে হেরে গেছে তারা। ৯ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট থাকায় পয়েন্ট টেবিলের ছয় নম্বরে ঠঁাই মিলেছে ইউসেবিও ডি ফ্রান্সিসকোর শিষ্যদের।