বাসার্র জয় ছাপিয়ে মেসির চোট

ডাক্তারি পরীক্ষার পর জানা গেছে, মেসির ডান বাহুর ‘রেডিয়াল বোন’-এ চির ধরা পড়েছে। সেটা সারাতে বিশ্রামে থাকতে হবে তিন সপ্তাহ। বিষয়টি নিশ্চিত করেছেন বাসার্ কোচ ভালভাদের্। ফলে আগামী রোববারের এল ক্লাসিকোতে খেলতে পারছেন না মেসি

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ব্যথায় কাতরাচ্ছেন লিওনেল মেসি। শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাতের বাহুতে চোট পেয়েছেন বাসেের্লানা তারকা। প্রায় তিন সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে Ñওয়েবসাইট
ব্যথর্তার বেড়াজালে বন্দি রিয়াল মাদ্রিদ। তবে বাজে সময়টা অবশেষে কাটাতে পেরেছে বাসেের্লানা। শনিবার সেভিয়াকে ৪-২ ব্যবধানে উড়িয়ে চার ম্যাচ পর লা লিগায় জয়ের স্বাদ পেয়েছে কাতালান জায়ান্টরা। যে জয় তাদের পৌঁছে দিয়েছে পয়েন্ট টেবিলের শীষের্। কিন্তু দলের ভক্ত-সমথর্কদের আনন্দ মাটি হয়ে গেছে লিওনেল মেসির ইনজুরিতে। ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফিলিপ কুতিনহোর গোলে এগিয়ে যায় বাসেের্লানা। ব্রাজিলিয়ান তারকার গোলটিতে সরাসরি অবদান রাখেন মেসি। ১২ মিনিটে লুইস সুয়ারেজের অ্যাসিস্টে আজের্ন্টাইন তারকা নিজেই গোলদাতার ভূমিকায় অবতীণর্ হন। কিন্তু এরপরই ঘটে যায় অনাকাক্সিক্ষত ঘটনাটি। সেভিয়ার ফ্রাঙ্কো ভাসকেসের সঙ্গে সংঘষের্ মাটিতে পড়ে ডান বাহুতে চোট পান মেসি। প্রাথমিক চিকিৎসা নেয়ার পরও খেলা চালিয়ে যেতে পারেননি। বাধ্য হয়েই ২৪ মিনিটে তার বদলি হিসেবে উসমান ডেম্বেলেকে মাঠে নামান বাসার্ কোচ আনেের্স্তা ভালভাদের্। ডাক্তারি পরীক্ষার পর জানা গেছে, মেসির ডান বাহুর ‘রেডিয়াল বোন’-এ চির ধরা পড়েছে। সেটা সারাতে বিশ্রামে থাকতে হবে তিন সপ্তাহ। বিষয়টি নিশ্চিত করেছেন বাসার্ কোচ ভালভাদের্। ফলে আগামী রোববারের এল ক্লাসিকোতে খেলতে পারছেন না মেসি। ২০০৭ সালের পর রিয়াল-বাসার্র প্রতিটি দ্বৈরথে মেসি আর রোনালদোর মধ্যে অন্তত একজনকে দেখা গেছে। ১১ বছর পর তাদের কেউই থাকছেন না স্প্যানিশ ফুটবলের এই মযার্দার লড়াইয়ে। এছাড়া ইন্টারমিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রæপ পবের্র দুটি লেগই মিস করবেন মেসি। সঙ্গে রায়ো ভায়োকানো আর রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগার ম্যাচদুটো খেলতে পারবেন না আজের্ন্টাইন তারকা। তাকে দেখা যাবে না কালচারাল লিওনেসার বিপক্ষে কোপা দেল রে’র ম্যাচেও। শুরুতে মেসিকে হারালেও সঠিক পথেই ছিল বাসার্। বিরতির পর স্কোরলাইনটা ৩-০ বানিয়ে ফেলেন সুয়ারেজ। পেনাল্টি থেকে গোলখাতায় নাম লেখান উরুগুইয়ান তারকা। এরপর ৭৯ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে ব্যবধান কমিয়ে আনে সেভিয়া। কিন্তু সাবেক ক্লাবে ফেরার আর কোনো সুযোগ দেননি ইভান রাকিতিচ। ৮৮ মিনিটে বাসার্র হয়ে চতুথর্ গোলটি করেন তিনি। ইনজুরি টাইমে সেভিয়ার হয়ে আরেকটি গোল শোধ দিয়েছেন লুইস মুরিয়েল। লা লিগার অপর ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুথর্ স্থানে রয়েছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। তাদের চেয়ে কেবল গোল ব্যবধানে এগিয়ে তিন নম্বরে সেভিয়া। ১৮ পয়েন্টের সুবাদে শীষের্ বাসার্। এক পয়েন্ট পিছিয়ে দুইয়ে আলাভেস।