নতুন নিয়মে বিশ্বকাপের দল বাছাই

২০২৩ বিশ্বকাপ বাছাইপ্রক্রিয়ায় নতুন নিয়মের প্রবতর্ন করেছে আইসিসি। মোট ৩২টি ক্রিকেট খেলুড়ে দেশ মূল পবের্র টিকিটের জন্য প্রতিযোগিতা করবে

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
২০১৯ সালের মতো ভারতে আয়োজিত ২০২৩ বিশ্বকাপে ক্রিকেটেও খেলবে ১০টি দল। ওই টুনাের্মন্টে খেলার যোগ্যতা অজের্নর জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মোট ৩২টি দল থেকে ১০টি দল বেছে নেয়া হবে ৬টি বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে। ২০২৩ বিশ্বকাপ বাছাইপ্রক্রিয়ায় নতুন নিয়মের প্রবতর্ন করেছে আইসিসি। মোট ৩২টি ক্রিকেট খেলুড়ে দেশ মূল পবের্র টিকিটের জন্য প্রতিযোগিতা করবে। এর মধ্যে ১৩টি দল একে অপরের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে। যেটাকে ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ’ নামকরণ করা হয়েছে। ২০২০ সালের জুলাই থেকে ২০২২ সাল পযর্ন্ত এই লিগে মোট ১৫৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল ২৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। পয়েন্টের ভিত্তিতে সেরা ৮টি দল সরাসরি ২০২৩ বিশ্বকাপে খেলার যোগ্যতা অজর্ন করবে। বাকি পঁাচ দল বিশ্বকাপ বাছাই পবের্ (২০২২ সালে) অংশ নেবে। সুপার লিগে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং হল্যান্ড। এখন প্রশ্ন থাকতে পারে কিভাবে বাকি দুই দল বাছাই করা হবে? সেটি হবে কয়েকটি ধাপে। র‌্যাংকিংয়ের ভিত্তিতে সুপার লিগের ১৩ দলের বাইরে পরবতীর্ সাতটি দলকে নিয়ে গঠন করা হবে ‘সুপার লিগ-২’। এই লিগে নেপাল, আরব-আমিরাত আর স্কটল্যান্ডের সঙ্গে থাকবে ২০১৯ সালের এপ্রিলে শুরু হতে যাওয়া ‘আইসিসি ওয়াল্ডর্ ক্রিকেট লিগ ডিভিশন-২’-এর শীষর্ চার দল। ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সাল পযর্ন্ত নিজেদের মধ্যে মোট ১২৬টি ম্যাচ খেলবে এই সাত দল। সেখান থেকে শীষর্ তিন দল সুপার লিগ থেকে বাদ পড়া পঁাচ দলের সঙ্গে যোগ দেবে ২০২২ সালের বাছাইপবের্। বাকি চার দল নেমে যাবে বাছাই পবের্র প্লে-অফে। বাকি থাকল ১২ দল। ৬টি দল নিয়ে গঠন করা হবে ‘আইসিসি ক্রিকেট ওয়াল্ডর্ কাপ চ্যালেঞ্জ লিগ-এ’ এবং অপর ৬ দল লড়বে ‘আইসিসি ক্রিকেট ওয়াল্ডর্ কাপ চ্যালেঞ্জ লিগ-বি’-তে। আগামী বছরের আগস্ট থেকে ২০২১ সাল পযর্ন্ত প্রতিটি দল ১৫টি করে ম্যাচ খেলবে। প্রতিটি লিগের চ্যাম্পিয়ন দল উন্নীত হবে ২০২২ সালের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে। বিশ্বকাপ বাছাই প্লে-অফে ‘চ্যালেঞ্জ লিগ-এ’ আর ‘চ্যালেঞ্জ লিগ-বি’র চ্যাম্পিয়ন, শীষর্ তিন বাদে ‘সুপার লিগ-২’-এর বাকি চার দল একে অপরের বিপক্ষে লড়বে। সেখান থেকে শীষর্ দুই দল উন্নীত হবে বাছাইপবের্। অতঃপর সুপার লিগ থেকে বাদপড়া পঁাচ দল এবং ‘সুপার লিগ-২’-এর শীষর্ তিন দলের সঙ্গে তাদের লড়াই হবে। এই মোট ১০ দল থেকে অবশেষে দুটি যাবে মূলপবের্।