চট্টগ্রামে মাশরাফি-মাসাকাদজারা

হঠাৎ সৌম্যকে নিয়ে গুঞ্জন

যেকোনো সময় দলে ফিরবেন সৌম্য। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছোটানো তুষারও বিবেচনায় আছেন টেস্টের জন্য। সিনিয়র ক্রিকেটারদের চেয়ে তরুণদের নিয়েই বেশি ভাবছে বিসিবি Ñনাজমুল হাসান পাপন

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে শূন্য এবং ভারতের বিপক্ষে মাত্র ৩৩ রান করেছিলেন সৌম্য সরকার। তামিমের ইনজুরি ও আরেক ওপেনার নাজমুল হাসান শান্তের ফমর্হীনতায় পাওয়া সুযোগটা ঠিকভাবে কাজে লাগাতে পারেননি। তাই জায়গা পাননি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দলে। তবে এরপর যেকটি ম্যাচ খেলেছেন সৌম্য ছুটিয়েছেন রানের ফুলঝুরি। তাই হঠাৎ করেই গুঞ্জন শুরু, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষাংশে দেখা যাবে এই বাহাতিকে! এশিয়া কাপ খেলে দেশে ফেরার পর সৌম্য ফিরে যান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। ব্যাট হাতে জ্বলে ওঠেন এই ওপেনার। খুলনা বিভাগের হয়ে রাজশাহীর বিপক্ষে করেন সেঞ্চুরি। বরিশালের বিপক্ষে ৩৩ রান করলেও রংপুরের বিপক্ষে এক ম্যাচের দুই ইনিংসে হাকান দুটি হাফ সেঞ্চুরি। গতকাল সোমবারও খেলেছেন ৬৬ রানের ইনিংস। এনসিএল থেকে ডেকে নিয়ে হঠাৎ করেই গত শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলানো হয় সৌম্যকে। বিসিবি একাদশের হয়ে তিনি অপরাজিত (১০২) সেঞ্চুরি করেন। সেই সুবাদেই বিসিবি একাদশ জয় পায় ৮ উইকেটে। তারপর থেকেই গুঞ্জন, জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে দলে ডাক পাচ্ছেন সৌম্য। সৌম্যকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হয়েছে ওয়ানডে সিরিজ। যার প্রথমটিতে রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ জিতেছে ২৮ রানে। এবার সিরিজ জয়ের আশা নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে খেলতে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে পৌছেছে টাইগাররা। সফরকারী জিম্বাবুয়ে দলও গেছে একই ফ্লাইটে। বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ম্যাচটি গড়াবে ২৬ অক্টোবর। প্রথম ওয়ানডেতে জিতলেও শুরুতে ব্যাটিংটা ভালো হয়নি বাংলাদেশের। জিম্বাবুয়ে বোলারদের সামনে তাদের দৈন্যদশা দেখে নতুন করে চিন্তা করতে বাধ্য হচ্ছে টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে তিন নম্বরে পজিশন নিয়ে বেশ চিন্তিত নিবার্চকরা। এদিন তিন নম্বরে খেলেন ফজলে মাহমুদ রাব্বি। অভিষিক্ত এই ব্যাটসম্যান আস্থার প্রতিদান দিতে পারেননি। আপাতত তাই তার ব্যাকআপ হিসেবে ইনফমর্ সৌম্যকে দলে অন্তভ‚র্ক্ত করার চিন্তা-ভাবনা করছে টিম ম্যানেজমেন্ট। নিভর্রযোগ্য সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ম্যাচে সৌম্যকে দলে ডেকে নেয়া হতে পারে। কেউ এ নিয়ে মুখ না খুললেও চাপা গুঞ্জন রয়েছে মিরপুরের ক্রিকেট পাড়ায়। টিমের ভেতর এ নিয়ে আলাপ চলছে। তবে ১৫ সদস্যের দলের কাউকে বাদ দেয়া হবে না। সৌম্যকে অতিরিক্ত হিসেবে যোগ করে নেয়া হবে। তখন দল হবে ১৬ সদস্যের। স্বাগতিক দল হিসেবে এমন দু-একটি পরিবতের্নর এখতিয়ার রাখে বাংলাদেশ। এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন, সৌম্য সরকার ও তুষার ইমরান টেস্ট স্কোয়াডের জন্য বিবেচনায় আছেন। তবে তুষারের মতো সিনিয়ররা স্কোয়াডে থাকলেও একাদশে থাকাটা নিশ্চিত নয়। বোডর্ সভাপতি বলেন, ‘যে কোনো সময় দলে ফিরবেন সৌম্য। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছোটানো তুষারও বিবেচনায় আছেন টেস্টের জন্য। সিনিয়র ক্রিকেটারদের চেয়ে তরুণদের নিয়েই বেশি ভাবছে বিসিবি।’