নাঈমের ৮ উইকেট, সোহাগের ৫

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুথর্ রাউন্ডের প্রথম দিনে চলেছে বোলারদের রাজত্ব। সোমবার ঢাকা বিভাগের বিপক্ষে চট্টগ্রামের বোলার নাঈম হাসান ৮ উইকেট নিয়েছেন। আর রংপুরের বিপক্ষে বরিশালের বোলার সোহাগ গাজী নিয়েছেন ৫টি উইকেট। বোলারদের চাপে ব্যাট করতে থাকা প্রতিপক্ষ দলগুলো সুবিধা করতে পারেনি প্রথম দিনে। স্বস্তির খবর এই যে, এর আগে অনুষ্ঠিত এনসিএলের তিন রাউন্ডের খেলায়ই ছিল বৃষ্টির থাবা। কিন্তু চতুথর্ রাউন্ডের প্রথম দিনে সবগুলো ম্যাচই ভালোয় ভালোয় শেষ হয়েছে। রংপুরের ক্রিকেট গাডেের্ন প্রথম স্তরের খেলায় স্বাগতিক রংপুর বিভাগকে চেপে ধরেছে বরিশালের বোলাররা। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক কামরুল ইসলাম রাব্বি। এ সিদ্ধান্তের মযার্দা দেখিয়েছেন তার দলের বোলাররা। ৭৪ ওভারে ১৪৭ রান সংগ্রহ করেছে রংপুর। রাকিন আহমেদ ৪৬ আর নাঈম ইসলাম ৩৯ রানে সাজঘরে ফিরেছেন। সোহাগ গাজী ৪০ রানে ৫ উইকেট নিয়েছেন। মনির হোসেনের অজর্ন ২ উইকেট। এদিকে রংপুরকে ১৪৭ রানে গুঁড়িয়ে দিয়ে বরিশালও শান্তিতে নেই। ১৪ ওভার ব্যাট করে ৩৫ রানে ২ উইকেট হারিয়েছে তারা। দলীয় ২ রানের মাথায় ওপেনার শাহরিয়ার নাফীস ফিরেছেন ০ রানে। আর শামসুল ইসলাম ২ রান নিয়েছেন। রাফসান মাহমুদ ১৪ ও আল আমিন ৮ রানে অপরাজিত। রংপুরের পক্ষে ২টি উইকেট নিয়েছেন শুভাশীস। প্রথম স্তরের অপর খেলায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮১ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করেছে খুলনা বিভাগ। এনামুল হক বিজয় (৫৬) ও সৌম্য সরকারের (৬৬) হাফ সেঞ্চুরির পর তুষার ইমরানও হেঁটেছেন একই পথে। ১২৭ বল খেলে ৯টি চারের সাহায্যে ৭১ রান নিয়ে ফিরেছেন তিনি। আফিফ হোসেন (১৪) ও অধিনায়ক নুরুল হাসান সোহান ফিরেছেন ২৫ রানে। জিয়াউর রহমান ৩৭ রানে অপরাজিত। সানজামুল ইসলাম ৩টি ও ফরহাদ রেজা ২ উইকেট লাভ করেন। বাকি ৩ উইকেট হাতে নিয়ে খুলনা মঙ্গলবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবে। দ্বিতীয় স্তরের খেলায় কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে আব্দুল মজিদ (৭২) ও শুভাগত হোমের (৫৭) হাফসেঞ্চুরিতে ঢাকা বিভাগ ৮৮ ওভারে ২৮৮ রানে ইনিংস গুটিয়ে গেছে। ওপেনার সাইফ হাসানের ব্যাট থেকে এসেছে ৪১ রান। সাত নম্বরে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন মিলন ৩৫, শাহাদত হোসেন ৩৪ রান করেন। চট্টগ্রামের বোলার নাঈম হাসান ১০৬ রান দিয়ে নিয়েছেন ৮টি উইকেট। আগের তিন রাউন্ডে নাঈম ১২ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। এবার ৮ উইকেট নিয়ে শীষের্ থাকা আরাফাত সানিকে (১৯ উইকেট) টপকে গেছেন। নাঈমের উইকেট এখন ২০টি। দ্বিতীয় স্তরের অপর খেলায় রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সিলেট বিভাগ ৯০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করেছে। শানাজ আহমেদ ৬০ ও জাকির হাসান ৫০ রানে ফিরেছেন। এর আগে ওপেনার ইমতিয়াজ হোসেন ৩১ রান করেন। অলোক কাপালি ২০ রান করেন। ৩৩ রানে ব্যাট করছেন শাহানুর রহমান, সঙ্গে এনামুল জুনিয়র (১*)। ঢাকা মেট্রোর কাজী অনিক, আরাফাত সানি ও মোহাম্মদ আশরাফুল নিয়েছেন ২টি করে উইকেট। শহীদুল, সৈকত ও আসিফ নিয়েছেন ১টি করে উইকেট।