কঠিন চ্যালেঞ্জের সামনে মৌসুমীরা

এএফসি অনূধ্বর্-১৯ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপবের্ আজ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিধর দক্ষিণ কোরিয়া

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
তাজিকিস্তানের দোসানবের রিপাবলিক সেন্ট্রাল স্টেডিয়ামে আজ এএফসি অনূধ্বর্-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে অনুশীলনে মৌসুমীরা Ñবাফুফে
এএফসি অনূধ্বর্-১৯ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপবের্র শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। আজ তাদের প্রতিপক্ষ শক্তিধর দক্ষিণ কোরিয়া। তাজিকিস্তানের দোসানবের রিপাবলিক সেন্ট্রাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি। প্রতিপক্ষ কঠিন হলেও চ্যালেঞ্জ নিচ্ছেন কোচ গোলাম রব্বানী ছোটন এবং তার শিষ্যরা। নিজেদের সবোর্চ্চটা দিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ভালো ফুটবল খেলার প্রত্যয় তাদের। বাছাইপবের্ বাংলাদেশ আছে ‘ডি’ গ্রæপে। প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে এবং স্বাগতিক তাজিকিস্তানকে পেয়েছে লাল-সবুজের মেয়েরা। সুতরাং সাম্প্রতিক সময়ে বিভিন্ন বয়সভিক্তিক আসরে একের পর এক সাফল্য পাওয়া বঙ্গকন্যাদের সামথের্্যর আসল পরীক্ষাটা হবে এখানেই। শক্তির বিচারে প্রতিটি দলই মৌসুমী-স্বপ্নাদের থেকে এগিয়ে। তাই বাছাইয়ে বাংলাদেশকে নিয়ে খুব বড় স্বপ্ন দেখা ভুলই হবে। তবে জয়-পরাজয়ের হিসেব দূরে সরিয়ে রেখে ভালো খেলার বিষয়ে আত্মবিশ্বাসী মৌসুমীর দল। আসরকে সামনে রেখে বাংলাদেশের মেয়েদের প্রস্তুতিটা হয়েছে যথেষ্টই ভালো। কঠিন চ্যালেঞ্জের মুখে দঁাড়িয়েও দলীয় কোচ তাই শিষ্যদের নিয়ে আত্মবিশ্বাসী, ‘আমাদের গ্রæপে প্রতিটি দলই শক্তিধর। আমাদের দলও গত ১২ মাস ধরে ভালো প্রস্তুতির মধ্যে আছে। এই মাসে আমরা ভুটানে সাফ অনূধ্বর্-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছি। মেয়েরা এখন ভালো অভিজ্ঞতা অজর্ন করেছে, সেই সঙ্গে আমাদের মেয়েদের এএফসি অনূধ্বর্ ১৯ প্রতিযোগীতায় খেলার আত্মবিশ্বাসও আছে। আমাদের এই দলে সাফ অনূধ্বর্-১৫ এবং এএফসি অনূধ্বর্-১৬ নারী চ্যাম্পিয়নশিপের কিছু খেলোয়াড়রও আছে।’ এএফসি এবং তাজিকিস্তান ফুটবল ফেডারেশনকে এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন ছোটন। তবে তার দল দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে কিনা, সে বিষয়ে কিছু বলেননি তিনি। ২০১৯ সালে অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ড। তবে ভেন্যু এখনো ঠিক হয়নি। বাছাই পবের্র ৬ গ্রæপের চ্যাম্পিয়ন এবং সেরা দুই রানাসর্আপ খেলবে দ্বিতীয় রাউন্ডে। বাছাইপবের্ প্রতিপক্ষ কঠিন হলেও মেয়েদের ধারাবাহিক সাফল্য আত্মবিশ্বাস যোগাচ্ছে কোচ ছোটনকে। সদ্য সাফ অনূধ্বর্-১৮ চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস দলীয় অধিনায়ক মিশরাত জাহান মৌসুমীকেও প্রেরণা জোগাচ্ছে সামনে এগিয়ে যাওয়ার। এএফসি অনূধ্বর্Ñ১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচকে সামনে রেখে তিনি বলেছেন, ‘দক্ষিণ কোরিয়ার বিপক্ষে একটি ভালো ম্যাচ উপহার দিতে আমরা প্রস্তুত আছি। দলের সবাই প্রথম ম্যাচটি খুব গুরুত্বসহকারে নিয়েছে এবং নিজেদের সবোর্চ্চটা উপহার দিতে আমরা সবাই তৈরি আছি।’ বাংলাদেশকে হারানোর জন্য ভালো প্রস্তুতি নিয়েছে দক্ষিণ কোরিয়াও। দলটির কোচ হাট জং জেই বলেছেন, ‘আমরা ম্যাচটি জিততে কঠিন প্রস্তুতি নিয়েছি। বাংলাদেশও খুব ভালো দল। বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে আগামীকাল (আজ) একটি তুমুল প্রতিদ্ব›িদ্বতাপূণর্ ম্যাচ হবে বলেই আমার বিশ্বাস। তবে বাংলাদেশ অনূধ্বর্-১৮ জাতীয় দল সম্পকের্ আমাদের খুব বেশি ধারণা নেই।’ বলতে গেলে সাফ অনূধ্বর্-১৮ শিরোপাধারী দলটিই খেলছে এই টুনাের্মন্টে। পাথর্ক্য শুধু সাজেদার জায়গায় ফিরেছেন নাগির্স। মেয়েরা টাফের্ খেলেই অভ্যস্ত। আর দোসানবেতেও টাফের্ই খেলা হচ্ছে। তাপমাত্রাও ভুটানের কাছাকাছি। বাংলাদেশের তিন ম্যাচের দুটিই হচ্ছে দিনের আলোতে। এগুলো বাড়তি সুবিধা লাল সবুজদের। বাংলাদেশ দলের দ্বিতীয় ম্যাচ ২৬ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে। গ্রæপে নিজেদের শেষ ম্যাচে ২৮ অক্টোবর স্বাগতিক তাজিকিস্তানের বিপক্ষে খেলবে ছোটনের শিষ্যরা।