দশ হাজার রানের সামনে কোহলি

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ছোট্ট একটা বিরতি দিয়ে দুই দিন আগে রঙিন পোশাকের ক্রিকেটে ফিরেছেন বিরাট কোহলি। নিজের প্রত্যাবতের্নর গল্পটা এ ডানহাতি স্মরণীয় করেছেন অনবদ্য সেঞ্চুরিতে। আজ বিশাখাপত্তমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর মাত্র ৮১ রান করলেই দশ হাজারি ক্লাবে নাম লেখাবেন তিনি। রোববার ক্যারিবীয়দের বিপক্ষে ক্যারিয়ারের ৩৬তম ওয়ানডে সেঞ্চুরির দেখা পান কোহলি। ২১২ ম্যাচে ৫৮.৬৯ গড়ে নামের পাশে যোগ করেছেন ৯ হাজার ৯১৯ রান। এখন পযর্ন্ত বিশ্ব ক্রিকেটে মাত্র ১২ জন ওয়ানডেতে ১০ হাজার রানের অভিজাত ক্লাবে নাম লিখিয়েছেন। তাদের মধ্যে ভারতের শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড় আর মহেন্দ্র সিং ধোনি রয়েছেন। তবে পঞ্চম ভারতীয় হিসেবে ওয়ানডেতে দশ হাজার রানের মাইলফলক ছেঁায়ার অপেক্ষায় থাকা কোহলিকে আরেকটু অপেক্ষায় রাখতে চায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডেতে ৩২২ রান সংগ্রহ করেও ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল ক্যারিবীয়রা। যে বোলিং করেছেন তাদের বোলাররা, তাতে টাগের্টটা ৩২২ না হয়ে ৪০০ হলেও টপকে যেত ভারত। কোহলি আর রোহিত শমার্র ব্যাটিং দেখে তাই মনে হচ্ছিল। সিরিজে সমতায় ফিরতে আজ অবশ্যই নিয়ন্ত্রিত বোলিং করতে হবে তাদের। অধিনায়ক জেসন হোল্ডার এমনটাই জানালেন, ‘প্রথম ম্যাচটিতে আমাদের ব্যাটিং ভালো হলেও বোলিংটা ভালো হয়নি। তাই দ্বিতীয় ওয়ানডেতে বোলারদের বাড়তি দায়িত্ব নিয়ে বোলিং করতে হবে।’ টেস্ট সিরিজে ধবলধোলাই হলেও ওয়াডেতে ভালো করা সম্ভব বলে মানছেন হোল্ডার, ‘হ্যঁা, আমরা টেস্ট সিরিজে সেভাবে প্রতিদ্ব›িদ্বতা গড়ে তুলতে পারিনি। কিন্তু ৫০ ওভারে ম্যাচের দিনটাতে যারা ভালো করবে তারাই জিতবে। আমার বিশ্বাস, এবার লড়াইটা জমিয়ে তুলতে পারব।’