দ্বিতীয় দিনেও বোলারদের রাজত্ব

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
শুভাশীষ রায়
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুথর্ রাউন্ডের দ্বিতীয় দিনেও চলেছে বোলারদের রাজত্ব। আগেরদিন চট্টগ্রামের নাঈম হাসান ৮ আর বরিশালের সোহাগ গাজী নিয়েছেন ৫ উইকেট। মঙ্গলবার দ্বিতীয় দিনে রংপুরের পেসার শুভাশীষ রায় নিয়েছেন ৫ উইকেট। বোলারদের দাপটে দ্বিতীয় দিনেও চাপে থেকেছে ব্যাটিংয়ে নামা দলগুলো। রংপুরের ক্রিকেট গাডেের্ন প্রথম স্তরের খেলায় স্বাগতিক রংপুর বিভাগকে প্রথম দিনে ১৪৭ রানে গুটিয়ে দিয়ে নিজেরাও ১৪৭ রান করেছে বরিশাল বিভাগ। মূলত ৪৯ রানে ৫ উইকেট নিয়ে শুভাশীষই ভুগিয়েছেন বরিশালকে। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন শুভাশীষ। রবিউল হক ও তানভীর হায়দার ২টি করে উইকেট নিয়েছেন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৭৭ রানে ৩ উইকেট হারিয়েছে রংপুর। ফলে ৭৭ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে দলটি। প্রথম স্তরের অপর খেলায় ৩০৯ রানে প্রথম ইনিংস শেষ করেছে খুলনা বিভাগ। আগেরদিন ৭ উইকেট হারিয়ে ২৮১ রান করেছিল স্বাগতিকরা। এনামূল হক বিজয় ৫৬, সৌম্য সরকার ৬৬, তুষার ইমরান ৭১, জিয়াউর রহমান ৪৩, নুরুল হাসান সোহান ২৫ রান করেন। ৩টি করে উইকেট নিয়েছেন রাজশাহীর বোলার শফিউল ইসলাম, ফরহাদ রেজা ও সানজামুল ইসলাম। জবাবে ৭০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করেছে রাজশাহী। এখনো ১০৭ রানে পিছিয়ে তারা। মিজানুর রহমান ৪৩, জুনায়েদ সিদ্দিকী ৪৭, ফরহাদ হোসেন ৫৬ রান করেন। ২টি উইকেট নিয়েছেন সৌম্য সরকার। দ্বিতীয় স্তরের খেলায় কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে ঢাকা বিভাগের ২৮৮ রানের জবাবে চট্টগ্রাম ৮৮ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করেছে। ফলে ৬৫ রানে পিছিয়ে রয়েছে চট্টগ্রাম। চট্টগ্রামের অধিনায়ক ইয়াসির আলী ৬০, মাহিদুল ইসলাম অংকন ৪০, ইফতেখার সাজ্জাদ ৪৬, পিনাক ঘোষ ২২ রান করেন। ঢাকার বোলার মোশারফ হোসেন ২ উইকেট নিয়েছেন। বাকি ৫ জন বোলার নিয়েছেন ১টি করে উইকেট। দ্বিতীয় স্তরের অপর খেলায় রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সিলেট বিভাগ প্রথম ইনিংসে ৩১২ রান সংগ্রহ করেছে। ৯ উইকেটে ২৯২ রান নিয়ে দিন শুরু করেছিল দলটি। এরপর ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে ঢাকা মেট্রো ৭৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করেছে। ফলে ৪৫ রানে পিছিয়ে রয়েছে তারা। সিলেটের পক্ষে শামসুর রহমান (৬৩) ও মাশার্ল আইয়ুব (৭৪) হাফ সেঞ্চুরি করেন। জাবিদ হাসান ৩১ রানে অপরাজিত রয়েছেন। ৬৭ রানে ৪ উইকেট নিয়েছেন খালেদ আহমেদ।