বিপিএলের প্লেয়ার ড্রাফট আজ

নিলামে উঠছেন মুশফিকও

ড্রাফটে জায়গা পাওয়া ৩৭৩ জন ক্রিকেটারকে মোট ৭টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবারের প্লেয়ার ড্রাফটে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি ক্রিকেটার থাকছেন ইংল্যান্ডের, ৮৬ জন। এর দ্বিতীয় সবোর্চ্চ ৭২ জন পাকিস্তানের। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৫৬ জন, শ্রীলংকার ৫৫ জন

প্রকাশ | ২৮ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ৬ষ্ঠ আসরের খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার। দেশ বিদেশের তারকার ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি২০ আসরে কোন দলের হয়ে খেলবেন তা নিধাির্রত হবে এই নিলামে। ঢাকার পঁাচ তারকা হোটেল র‌্যাডিসন বøুতে অনুষ্ঠিত হবে এবারের নিলাম। প্রতিযোগী দলগুলো নিলামের মাধ্যমে না হলেও, ড্রাফট সিস্টেমে পযার্য়ক্রমে বিভিন্ন ক্যাটাগরির ক্রিকেটার দলে টানা সুযোগ পাবেন। ক্রিকেট অনুরাগীদের মধ্যে নিলাম নিয়ে কিছু ধূম্রজাল রয়েছে। কেউ কেউ মনে করে প্লেয়াসর্ ড্রাফট বুঝি খোলা নিলাম। আসলে বিষয়টি মোটেও তেমন নয়। এখানে নিলামে দর কষাকষির কোনো প্রশ্নই থাকে না। গত আসরের নিয়ম অনুযায়ী এরই মধ্যে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ৪ জন করে ক্রিকেটারকে ধরে রেখেছে। এছাড়া আরও দুজন করে পছন্দের বিদেশি ক্রিকেটারকে দলে টানার সুযোগ পাবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। বাকি খেলোয়াড়দের ভাগ্য নিধাির্রত হবে রোববারের প্লেয়াসর্ ড্রাফটে। এখন বিপিএলের দল গড়ার যে প্রক্রিয়া তাতে প্লেয়ার ড্রাফট মানেই দেশি ক্রিকেটার দলে ভেড়ানোর আনুষ্ঠানিকতা। এ পবের্ মূলত দেশি ক্রিকেটাররাই প্রাধান্য পেয়ে থাকেন। মাশরাফি, সাকিব, তামিম ইকবালদের মতো তারকাদের দল নিশ্চিত হলেও আসন্ন বিপিএলের নিলাম হওয়ার আগে কোনো দল পাননি আইকন ক্রিকেটার মুশফিকুর রহিম। গত আসরে তিনি খেলেছেন রাজশাহী কিংসের হয়ে। কিন্তু এবার মুস্তাফিজুর রহমান রাজশাহীতে খেলার কারণে মুশফিকুর রহিমকে ছেড়ে দিয়েছে রাজশাহী। তাই আজকের নিলামে উঠছে মুশফিকুর রহিমের নামও। জানা গেছে, মুশফিককে পেতে মুখিয়ে আছে ঢাকা ডায়নামাইটস। গত কয়েকদিন ঢাকার ফ্র্যাঞ্চাইজি ও ম্যানেজম্যান্ট মহলে একাধিক বৈঠক হয়েছে মুশফিকের ব্যাপারে। নিলামে মুশফিকের দিকেই চোখ ঢাকার। কারণ এক ও অভিন্ন- সাকিব আল হাসান যদি শুরুতে খেলতে না পারেন বা তার খেলায় সমস্যা তাহলে তার ব্যাকআপ হিসেবে সিনিয়র খেলোয়াড়ের ভূমিকায় থাকবেন মুশফিক। দেশের তারকা ক্রিকেটাররা কে কোন দলে, সেটা এরই মধ্যে সবার জানা। যে সব বিদেশিকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো সেটাও সবার জানা। ফলে প্লেয়ার ড্রাফটের তাই সবচেয়ে বড় আকষর্ণটা বিদেশি ক্রিকেটারদের নিয়েই। বিদেশি তারকা ক্রিকেটারদের কে কোন দলে যান, তা নিয়ে কৌতুহল থাকে বেশি। বিপিএল গভনির্ং কাউন্সিল এবারের প্লেয়ার ড্রাফটে মোট ৩৭৩ জন বিদেশি ক্রিকেটারের নাম লিপিবদ্ধ করেছে। এদের ভাগ্যই রোববার নিধাির্রত হবে। এবারের প্লেয়ার ড্রাফটে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশি ক্রিকেটার থাকছেন ইংল্যান্ডের, ৮৬ জন। এর দ্বিতীয় সবোর্চ্চ ৭২ জন পাকিস্তানের। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৫৬ জন, শ্রীলংকার ৫৫ জন, আফগানিস্তানের ২ জন, দক্ষিণ আফ্রিকার ১ জন, জিম্বাবুয়ের ১৫ জন ও আয়ারল্যান্ডের ১০ জন ক্রিকেটারের নাম লিপিবদ্ধ করা হয়েছে প্লেয়ার ড্রাফটে। বাকি ৪১ জন ক্রিকেটার অন্য সব দেশের। ড্রাফটে জায়গা পাওয়া এই ৩৭৩ জন ক্রিকেটারকে মোট ৭টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরিগুলো হলো ‘এ+’, ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’। এর মধ্যে এ+ ক্যাটাগরিতে রয়েছেন মাত্র ৩ জন ক্রিকেটার! ‘এ’ ক্যাটাগরিতে ৫ জন, ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১৫ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৮৩ জন ও সবোর্চ্চ ২০৪ জন ক্রিকেটার রয়েছেন সবের্শষ ‘এফ’ ক্যাটাগরিতে। এবারের বিপিএল অনুষ্ঠিত হবে ২০১৯ সালের জানুয়ারিতে। এমনিতে নভেম্বর-ডিসেম্বরেই হওয়ার কথা ছিল। কিন্তু ডিসেম্বরে দেশের জাতীয় নিবার্চন। তাই বিপিএল পিছিয়ে জানুয়ারিতে করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দিয়েছেন, নিবার্চন পিছিয়ে জানুয়ারিত গেলে শুধু নিবার্চনের দিনই খেলা বন্ধ রাখা হবে। এছাড়া প্রতিটি দিনই সূচি অনুযায়ী চলবে খেলা।