অন্যরকম এক এল ক্লাসিকো

পরিসংখ্যানে এল ক্লাসিকো প্রতিযোগিতামূলক ম্যাচ : ২৩৭ রিয়ালের জয় : ৯৫ বাসার্র জয় গোল : রিয়াল : ৪০১ বাসার্ : ৩৮৬ :

প্রকাশ | ২৮ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
অনুশীলনে বাসেের্লানা আর রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। আজ লা লিগায় মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্টরা Ñওয়েবসাইট
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ঐতিহাসিক দ্বৈরথগুলোর একটি এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ-বাসেের্লানার মধ্যকার এই মযার্দার লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছিলেন দুই মহাতারকা- লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। গত ১১ বছর মাঠে তাদের শ্রেষ্ঠত্বের লড়াই উপভোগ করেছে ফুটবলপ্রেমীরা। কিন্তু আজ ন্যু ক্যাম্পে এই দুইজনকে ছাড়াই মাঠে গড়াচ্ছে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। রিয়াল ছেড়ে রোনালদো নাম লিখিয়েছেন জুভেন্টাসে। মেসি পড়েছেন চোটে। দুই তারকার কেউ না থাকার ঘটনা ২০০৭ সালের পর এবারই প্রথম। তাদের ছাড়া কি ক্লাসিকোর লড়াইটা জমবে, সত্যিকারের আমেজটা পাওয়া যাবে? ফুটবল পÐিতদের অনেকেই মনে করছেন, মেসি-রোনালদোহীন এই দ্বৈরথ আগের মত দশর্ক টানতে পারবে না। তাদের অনুপস্থিতিতে এল ক্লাসিকো না হয় কিছু দশর্ক না হয় হারাবে, কিন্তু মাঠের প্রতিদ্ব›িদ্বতাটা একটুও কমবে না। কারণ, এই লড়াইয়ের সঙ্গে মযার্দার ইতিহাস জড়িত। রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মাসেের্লা ইতোমধ্যেই হুংকার ছুঁড়েছেন- রোনালদোকে ছাড়াই শক্তিশালী তারা। ন্যু ক্যাম্পে তারা যাচ্ছে জয়ের উদ্দেশ্য নিয়েই। পরিসংখ্যান বলছে, রোনালদোকে নিয়ে মাত্র ২৬ শতাংশ (৩০ ম্যাচে ৮টি) এল ক্লাসিকো জিতেছে রিয়াল! ৯ বছরের ক্যারিয়ারে পতুির্গজ তারকা মাত্র দুটি ম্যাচ মিস করেছেন। ওই দুটিতেই আবার জয় পেয়ে তার দল। এল ক্লাসিকোর ইতিহাসে সবোর্চ্চ গোলদাতা (২৬) মেসি। রিয়ালের বিপক্ষে সব স্মরণীয় জয়ে জড়িয়ে আছে আজের্ন্টাইন তারকার নাম। বঁা পায়ের জাদুকরকে তাই আজ মিস করবে বাসার্। তবে ইন্টার মিলানের বিপক্ষে কাতালান জায়ান্টরা দেখিয়েছে মেসিকে ছাড়াও জিততে পারে তারা। মেসি নেই তো কি হয়েছে? আক্রমণভাগে ফিলিপ কুতিনহো, উসমান ডেম্বেলে আর লুইস সুয়ারেজ আছেন। তিনজনই বিশ্বমানের ফুটবলার। ইভান রাকিতিচ, রাফিনহা, জডির্ আলবারাও ব্যবধান গড়ে দেয়ার সক্ষমতা রাখেন। সুয়ারেজ লা লিগায় ৯ ম্যাচে চার গোল করার পাশাপাশি চারটিতে অবদান রেখেছেন। উরুগুইয়ান তারকাও জানিয়ে রাখলেন, এল ক্লাসিকো কোনো নিদির্ষ্ট খেলোয়াড়ের সঙ্গে সম্পকির্ত নয়। এই ম্যাচ বরাবরই স্নায়ুচাপ বাড়িয়ে তোলে ফুটবলারদের, ‘আপনি মানসিক চাপে ভুগবেন। অন্য ম্যাচের সঙ্গে এটাই এল ক্লাসিকোর পাথর্ক্য। এক দল খারাপ খেলবে আর আরেক দল জিতে যাবে, আমার মনে হয় না কেউ এমনটা ভাবে।’