ফেডারেশন কাপ

জয়ে শুরু চট্টগ্রাম আবাহনীর

প্রকাশ | ২৮ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ফেডারেশন কাপ দিয়ে শুরু হলো ফুটবলের নতুন মৌসুম। উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৩-১ গোলে হারিয়ে টুনাের্মন্টে শুভসূচনা করেছে চট্টগ্রাম আবাহনী। তবে স্থানীয় ফুটবলাররা জালের দিশা পাননি। চট্টগ্রাম আবাহনীর তিনটি গোলই করেছেন বিদেশি খেলোয়াড়রা। গত আসরে অল্পের জন্য শিরোপা ছুঁয়ে দেখা হয়নি বন্দর নগরীর দল চট্টগ্রাম আবাহনীর। শনিবার কম বাজেটের দল রহমতগঞ্জের কাছ থেকেই প্রথম গোল আদায় করে নিতে ৩৪ মিনিট অপেক্ষা করতে হয়েছে তাদের। ম্যাচের শুরু থেকেই বেশ শক্ত রক্ষণদুগর্ গড়ে তুলে আক্রমণেও গিয়েছে জায়ান্ট কিলারখ্যাত পুরান ঢাকার দল রহমতগঞ্জ। ২১ মিনিটে এগিয়ে যাবার একটা সুযোগ এসেছিল চট্টগ্রাম আবাহনীর। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোড়ালো শট নেন নাইজেরিয়ান ফরোয়াডর্ আওয়ালা মাগালান। গোলরক্ষক ঝঁাপিয়ে পড়েও বলের নাগাল পাননি। কিন্তু কপাল ভালো ছিল রহমতগঞ্জের বল অল্পের জন্য জড়ায়নি জালে। ৩৫ মিনিটে ম্যাচে লিড নেয় চট্টগ্রাম আবাহনী। প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে বল পেয়ে যান আবাহনীর নাইজেরিয়ান ফরোয়াডর্ মাগালান। সতীথের্র উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন। বল পেয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে মাপা শটে জালে বল পাঠিয়ে দেন গাম্বিয়ান মিডফিল্ডার মমদৌবাহ (১-০)। প্রথমাধর্ এগিয়ে থেকেই বিশ্রামে যায় ফেডারেশন কাপের বতর্মান রানাসর্ আপ দলটি। দ্বিতীয়াধের্ ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে রহমতগঞ্জ। ৫৭ মিনিটে সফলও হয় তারা। শাকিল আহমেদের বাড়িয়ে দেয়া বল প্রতিরোধ করার কোন চেষ্টাই করেননি আবাহনীর চার ডিফেন্ডার। বল পেয়ে দারুণ শটে গোল করে দলকে সমতায় ফেরান বদলি মিডফিল্ডার রাকিবুল ইসলাম (১-১)। পরের মিনিটেই আবারো এগিয়ে যাবার সুযোগ এসেছিল বন্দর নগরীর দলটির। কিন্তু ডান প্রান্ত থেকে মাগালানের জোড়ালো শটে বাধা হয়ে দাড়ায় ডান পোস্ট। তবে ৭২ মিনিটে আর কোন বাধাই থামাতে পারেনি চট্টগ্রাম আবাহনীকে। এবারো সফলতা আসে একই জুটি থেকে। তবে এবার বলের যোগান দাতার ভুমিকায় প্রথম গোল করা মমদৌবাহ। তার পাসে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে আবাহনীকে দ্বিতীয় গোল পাইয়ে দেন মাগালান (২-১)। ৭৫ মিনিটে ব্যবধান আরও বাড়ায় তারা। এবার সতীথর্র ক্রসে বল পেয়ে হেডে রহমতগঞ্জের জাল কঁাপান নাইজেরিয়ান ডিফেন্ডার মুফতালাওয়াল (৩-১)। শেষ পযর্ন্ত ম্যাচে ফিরতে পারেনি রহমতগঞ্জ। তাই প্রথম ম্যাচে পূণর্ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে দুপুর ৩.১৫ মিনিটে বতর্মান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। পরের ম্যাচে বিকাল ৫.১৫ মিনিটে সাইফ স্পোটির্ং ক্লাবের প্রতিপক্ষ টিম বিজেএমসি।