শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

'ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব'

ক্রীড়া ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান রমিজ রাজা

রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হওয়ার পর শোনা যাচ্ছে নানা ইতিবাচকতার পদধ্বনি। তবে একটি জায়গায় তিনিও অসহায়। ক্রিকেটার ও ধারাভাষ্যকার থেকে প্রশাসক হওয়া সাবেক এই পাকিস্তান অধিনায়ক বললেন, সহসাই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক লড়াই শুরুর কোনো সম্ভাবনা তিনি দেখেন না।

আনুষ্ঠানিকভাবে বোর্ড প্রধান নির্বাচিত হওয়ার পর সোমবার লাহোরে হাই পারফরম্যান্স সেন্টারে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রমিজ। পিসিবি চেয়ারম্যান হিসেবে তার প্রথম সংবাদ সম্মেলনে ওঠে ভারত-পাকিস্তান লড়াইয়ের প্রসঙ্গ। রাজনীতিকে দায় দিয়ে নতুন চেয়ারম্যান বললেন, তার তাড়া নেই। তিনি বলেন, 'এই মুহূর্তে এটা (ভারত-পাকিস্তান সিরিজ) অসম্ভব। কারণ ক্রীড়ার কাঠামো ও আদর্শকে নষ্ট করে দিয়েছে রাজনীতি। আপাতত এটা থমকে আছে এবং আমাদেরও এই জায়গায় কোনো তাড়া নেই, কারণ নিজেদের ঘরোয়া ও স্থানীয় ক্রিকেটে নজর দিতে হবে আমাদের।'

রাজনৈতিক বৈরিতার কারণে দুই দেশের দ্বিপাক্ষিক লড়াই বন্ধ ৮ বছর ধরে। সবশেষ ২০১৩ সালে ভারতে দুই টি২০ ও তিন ওয়ানডের ছোট্ট সফরে গিয়েছিল পাকিস্তান। দুই দেশের টেস্ট লড়াই সবশেষ হয়েছে ২০০৭ সালে। এখন স্রেফ আইসিসি টুর্নামেন্টগুলোয় দেখা হয় দুই দলের। এমনই এক লড়াই আগামী ২৪ অক্টোবর। দুবাইয়ে টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ দিয়ে।

ওয়ানডে হোক বা টি২০, বিশ্বকাপে কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। এবার সেই খরা ঘোচাতে দলকে উদ্বুদ্ধ করেছেন রমিজ, 'সবচেয়ে আকর্ষণীয় লড়াই এটি এবং পাকিস্তান দলের সঙ্গে যখন দেখা করেছি, তখন বলেছি যে এবার চিত্র বদলে দেওয়া দেখতে চাই আমি। দলকে অবশ্যই এই ম্যাচে শতভাগ সক্রিয় থাকতে হবে এবং ভালো করতে হবে। এই জাতীয় দলের সামর্থ্য আছে বিশ্বকাপ জয়ের এবং বৈশ্বিক এই আসরের জন্য নির্বাচিত দলের পাশে থাকতে হবে আমাদের। ভবিষ্যৎ পরিকল্পনাও শাণিত করতে হবে আমাদের। পাকিস্তান ক্রিকেটের গঠনেই আছে নির্ভীকতা। কাঙ্ক্ষিত ফলাফল পেতে আমাদের প্রয়োজন উপযুক্ত কাঠামো ও এগিয়ে চলার স্বচ্ছতা।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে