রাসেলকে হারিয়ে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড কিংসের

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ম ক্রীড়া প্রতিবেদক
প্রিমিয়ার লিগে এর আগে সর্বোচ্চ ৬১ পয়েন্ট অর্জন করে রেকর্ড গড়েছিল বসুন্ধরা। শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ রাসেলকে ১-০ গোলে হারিয়ে নিজেদের সেই রেকর্ডটিই ভেঙে দিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ২৩ ম্যাচে সর্বোচ্চ ৬৪ পয়েন্ট অর্জন করেছে দলটি। এবারের লিগে এখনো একটি ম্যাচ বাকি আছে তাদের। প্রথম পর্বে ৪-০ গোলে শেখ রাসেলকে উড়িয়ে দিয়েছিল অস্কার ব্রম্নজোনের শিষ্যরা। তবে দ্বিতীয় দেখাতে জয় পেলেও প্রথম পর্বের মতো বড় ব্যবধানে হারাতে পারেনি তারা। শুক্রবার ম্যাচের প্রথমার্ধে চেনা কিংসকে খুঁজেই পাওয়া যায়নি। আক্রমণগুলো ছিল বেশ অগোছাল। ১৩ মিনিটে বা প্রান্ত থেকে এলিটাকে লক্ষ্য করে বল বাড়িয়েছিলেন বিশ্বনাথ ঘোষ। তবে বলের গতি বেশি হওয়াতে নাগাল পাননি এলিটা। ২০ মিনিটে বল নিয়ে রাসেলের বক্সে ঢুকতে গিয়েও কঠিন রক্ষণে আটকে যান বসুন্ধরার প্রবাসী ফুটবলার মাহাদী ইউসুফ খান। ৩১ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া হয় বসুন্ধরার। রবিনহোর পাসে বক্সে জটলার মধ্যে বল পেয়ে ডান পায়ে শট নিয়েছিলেন মাহাদী। তবে অল্পের জন্য বল জড়ায়নি জালে। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৭৮ মিনিটে নিজেদের বক্সে বসুন্ধরার মতিন মিয়াকে অবৈধভাবে বাধা দেন দুখু মিয়া। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। রবসন রবিনহোর স্পট কিক আশ্রয় নেয় জালে (১-০)। চলতি লিগে নিজের ২১তম গোলটি করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এখন পর্যন্ত এবারের লিগে সর্বোচ্চ গোলদাতা রবিনহো। শেষ পর্যন্ত আর কোনো গোল পায়নি বসুন্ধরা। তাই ১-০ গোলের কষ্টার্জিত তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে তারা। পরবর্তী ম্যাচ ঢাকা আবাহনীর বিপক্ষে ২০ সেপ্টেম্বর। আর এই ম্যাচ দিয়েই সমাপ্তি ঘটবে চলতি মৌসুমের।