শুরু হচ্ছে জয়তু শেখ হাসিনা গ্র্যান্ড মাস্টারস দাবা

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ রোববার ঢাকায় শুরু হচ্ছে জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতা। লা মেরিডিয়ান হোটেলে শুরু হওয়া ৯ দিনব্যাপী এ টুর্নামেন্টের বিভিন্ন রাউন্ডের খেলা হবে হোটেল ৭১-এ। প্রতিদিন বিকাল ৩টা থেকে খেলা অনুষ্ঠিত হবে। ক্যানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশসহ ১০টি দেশের ১২ জন গ্র্যান্ড মাস্টার, ১৬ জন আন্তর্জাতিক মাস্টার, ৩ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার ও আন্তর্জাতিক রেটিং প্রাপ্তসহ প্রায় ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন। দেশের ৫ গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, মোলস্না আব্দুলস্নাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব, তিন আন্তর্জাতিক মাস্টার আবু সফিয়ান শাকিল, মোহাম্মদ মিনহাজ উদ্দিন, মোহাম্মদ ফাহাদ রহমান, দুই মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শারমীন সুলতানা শিরিনসহ বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের আমন্ত্রণ জানানো হয়েছে। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় গ্র্যান্ড মাস্টার, আন্তর্জাতিক মাস্টার, মহিলা গ্র্যান্ড মাস্টার ও মহিলা আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জনের সম্ভাবনা রয়েছে। যেহেতু এটি সুইস-লিগ পদ্ধতির প্রতিযোগিতা কাজেই আগে থেকে বলা সম্ভব নয় কার কত পয়েন্টে নর্ম হবে। প্রতিযোগিতায় মোট নগদ পনেরো হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে যা দেশে অনুষ্ঠিত কোনো দাবা প্রতিযোগিতার সর্বোচ্চ অর্থ পুরস্কার। এর মধ্যে মূল পুরস্কার থাকবে চ্যাম্পিয়ন চার হাজার, রানারআপ আড়াই হাজার ও তৃতীয় দেড় হাজার মার্কিন ডলার।