জুভেন্টাসকে জেতালেন রোনালদো

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদো
সিরি’আয় দুদার্ন্ত ছন্দে রয়েছে জুভেন্টাস। টানা আট জয়ের পর গত ম্যাচে ড্র করেছিল দলটি। শনিবার তো পরাজয়ের শঙ্কাতেই পড়ে গিয়েছিল তারা। তবে ত্রাতা হয়ে তুরিনের বুড়িদের রক্ষা করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুরুতে পিছিয়ে পড়েও পতুগির্জ যুবরাজের জোড়া গোলে এম্পোলিকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। একই রাতে সাদিও মানে আর মোহাম্মদ সালাহর নৈপুণ্যে কাডির্ফ সিটিকে ৪-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীষের্ উঠেছে লিভারপুল। বুন্দেসলিগায় মেইঞ্জকে ২-১ গোলে হারিয়েছে দুঃসময়ে মধ্য দিয়ে যাওয়া বায়ানর্ মিউনিখ। এম্পোলির মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে জুভেন্টাস। প্রথমাধের্ আর ওই গোল শোধ দিতে পারেনি অতিথিরা। এরপর দ্বিতীয়াধের্ পাওলো দিবালা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। তা থেকে গোল করে ব্যবধান কমান রোনালদো। এরপর চোখ ধঁাধানো এক গোলে জয়ও এনে দিয়েছেন জুভিদের। ৬৯ মিনিটে বেøইস মাতুইদির কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বেশ বাইরে থেকে শট নেন রোনালদো। আর হালকা বঁাক নিয়ে সেটি ঢুকে যায় এম্পোলির জালে। অসাধারণ এই গোল উদযাপন করতে জুভেন্টাসের স্টাফ আর বেঞ্চের খেলোয়াড়রাও ছুটে আসেন মাঠে। ক্যারিয়ারে এমন গোল অসংখ্যবার করেছেন রোনালদো। তবে জুভেন্টাসের জাসিের্ত এবারই প্রথম। অথচ এমন গোলটা কিভাবে করেছিলেন তা নাকি মনে নেই পতুির্গজ তারকার। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘কিভাবে করেছিলাম ভালোভাবে মনে করতে পারছি না। আমাকে আবার দেখতে হবে।’ কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রি এই গোলটিকে ‘জাদুকরি মুহূতর্’ আখ্যা দিয়েছেন। বলেছেন, ‘বাচ্চারা এভাবে এই গোল করার অনুশীলন করতে পারে।’ ঘরের মাঠ আনফিল্ডে কাডির্ফ সিটিকে কোনোরকম সুযোগই দেয়নি লিভারপুল। দশম মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন মিসরীয় কিং সালাহ। তবে দ্বিতীয় গোলটির জন্য অনেকটা সময় অপেক্ষায় থাকতে হয়েছে ইয়ুগের্ন ক্লপের শিষ্যদের। ৬৬ মিনিটে অপেক্ষার অবসান ঘটান সাদিও মানে। এরপর সালাহর দারুণ পাসে ৮৪ মিনিটে জারদান শাকিরি আর ৮৭ মিনিটে মানে তার দ্বিতীয় গোল করলে বড় জয় নিশ্চিত হয়ে যায় লিভারপুলের। ৭৭ মিনিটে একটি গোল শোধ দিয়েছিল কাডির্ফ, কিন্তু ম্যাচে ফেরা হয়নি তাদের। ৪-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। লিভারপুল ঘরে ফিরেছে দারুণ জয় আর পয়েন্ট টেবিলের শীষর্ স্থান দখল করে। ১০ ম্যাচে আটটি জয় আর দুটি ড্রয়ে ২৬ পয়েন্ট তাদের। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে একম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি। এদিকে, বুন্দেসলিগায় মেইঞ্জের বিপক্ষে ম্যাচের ৩৯ মিনিটে লিওন গোরেৎজকার গোলে এগিয়ে যায় বায়ানর্। কিন্তু ৪৮ মিনিটেই স্বাগতিকদের সমতায় ফেরান জেন পল বোয়েতিউস। তবে ৬২ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকানতারার গোলে শেষ পযর্ন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ানর্। এই জয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাভারিয়ানরা। সমানসংখ্যক ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীষের্ বরুসিয়া ডটর্মুন্ড।