স্টেডিয়ামেই বিধ্বস্ত লেস্টার মালিকের হেলিকপ্টার

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
স্টেডিয়াম ছেড়ে বেরনোর পথে কার পাকির্ংয়েই ভয়াবহ আগুনে ভস্মীভ‚ত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি মালিকের হেলিকপ্টার। শনিবার ভয়ঙ্কর এই ঘটনার সাক্ষী হয়ে থাকল লেস্টার সিটির কিং পাওয়ার স্টেডিয়াম। ঘরের মাঠে এদিন ওয়েস্টহামের বিপক্ষে ম্যাচ দেখে ফিরছিলেন লেস্টার সিটির চেয়ারম্যান ভিচাই শ্রীবদ্ধনাপ্রভা। তবে ক্র্যাশ করার মুহূতের্ তিনি হেলিকপ্টারে ছিলেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে ধেঁায়াশা। প্রত্যক্ষদশীর্রা জানিয়েছেন, কার পাকির্ং থেকে টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই চোখের সামনে হেলিকপ্টারটিকে ভস্মীভ‚ত হতে দেখেন তারা। আগুনের লেলিহান শিখায় মুহূতের্র মধ্যে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে কিং পাওয়ার স্টেডিয়াম-সংলগ্ন এলাকায়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বিপযর্য় মোকাবেলা বাহিনী। প্রত্যক্ষদশীর্রা আরও জানিয়েছেন, টেক অফের কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারের টেল রটরে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। কিছুক্ষণ ভেসে থাকার পর হেলিকপ্টারটিকে নিচে নেমে আসতে দেখেন তারা। এরপর বিকট শব্দে মাটিতে আছড়ে পড়তেই ভয়াল আগুন গ্রাস করে হেলিকপ্টারটিকে। ধেঁায়ায় ঢেকে যায় স্টেডিয়াম-সংলগ্ন পাকির্ং। মুহূতের্ই উদ্বেগ ছড়িয়ে পড়ে লেস্টার ফুটবলার থেকে সমথর্কদের মধ্যে। ক্লাবের মালিক আদৌ ওই হেলিকপ্টারে ছিলেন কিনা, জানতে উদগ্রীব হয়ে পড়েন তারা। স্টেডিয়ামের বাইরেই কান্নায় ভেঙে পড়েন লেস্টার গোলরক্ষক স্মাইকেল। পরে ক্লাব অফিসিয়ালরা এক বিবৃতিতে শুধু বলেছে, ‘দুঘর্টনার সময় চেয়ারম্যান ছিলেন কিনা সেটা আমরা এখনো বলতে পারছি না।’ ২০১০ সালে আনুমানিক ৩৯ মিলিয়ন ইউরোর বিনিময় লেস্টার সিটির মালিকানা গ্রহণ করেন থাইল্যান্ডের শিল্পপতি ভিচাই শ্রীবদ্ধনাপ্রভা। ২০১৫-১৬ মৌসুমে তার মালিকানাধীনেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় লেস্টার। প্রাইভেট হেলিকপ্টারেই লন্ডন থেকে দলের ম্যাচ দেখতে আসেন ষাট বছরের এই শিল্পপতি।