৮ বছর পর ফিরেই নায়ক ডেনলি

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
সবের্শষ কোনো আন্তজাির্তক ম্যাচ খেলেছিলেন ২০১০ সালে, পাকিস্তানের বিপক্ষে। এরপর আর ইংল্যান্ড জাতীয় দলে দেখা যায়নি জো ডেনলিকে। ৩৮৪ ম্যাচ পর অবশেষে শনিবার ইংল্যান্ড দলে খেলার সুযোগ মেলে ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের। প্রত্যাবতের্নর ম্যাচে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। ওয়ানডে সিরিজের পর ডেনলির অলরাউন্ডার নৈপুণ্যে একমাত্র টি২০তে শ্রীলংকাকে ৩০ রানে হারিয়েছে ইংল্যান্ড। শনিবার রাতে কলম্বোতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তুলেছিল ইংল্যান্ড, যাতে ডেনলির অবদান ২০ রান। সবোর্চ্চ ৬৯ রান আসে জেসন রয়ের ব্যাট থেকে। বল হাতে সবাইকে ছাড়িয়ে গেছেন ডেনলি। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ ?উইকেট নিয়েছেন। এছাড়া আদিল রশিদ ৩টি আর ক্রিস জডার্ন ২ উইকেট নিয়ে শ্রীলংকাকে থামিয়ে দিয়েছেন ১৫৭ রানে। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কারটা জিতে নেন ডেনলি।