এনসিএলের পঞ্চম রাউন্ড শুরু আজ

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড শুরু হচ্ছে আজ সোমবার। প্রথম স্তরে পয়েন্ট তালিকায় শীষর্ স্থানে থেকে লড়াইয়ে নামতে যাচ্ছে রাজশাহী বিভাগ। চার ম্যাচের একটিতে জিতে ২২. ৮১ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। রংপুর ক্রিকেট গাডেের্ন অনুষ্ঠেয় ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর বিভাগ। ১৭.৯৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর। প্রথম স্তরের অপর খেলাটি অনুষ্ঠিত হবে বরিশাল স্টেডিয়ামে। খুলনা ও বরিশালের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হবে। চার ম্যাচের একটিতেও জয় পায়নি গতবারের চ্যাম্পিয়ন খুলনা বিভাগ। জয়ের মুখ দেখেনি বরিশালও। বরিশাল ১১.১১ পয়েন্ট নিয়ে তৃতীয় ও খুলনা ১১.০৪ পয়েন্ট নিয়ে চতুথর্ স্থানে। ফলে রেলিগেশন এড়ানোর জন্য দুই দলের জন্যই পঞ্চম রাউন্ডের ম্যাচটি গুরুত্বপূণর্। পঞ্চম রাউন্ডে এসে ভেন্যুর পরিবতর্ন হচ্ছে আরেকটি। দ্বিতীয় স্তরের ম্যাচ অনুষ্ঠিত হবে ফতুল্লা স্টেডিয়ামে। ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর মধ্যেকার খেলাটি হবে এ মাঠে। এক ম্যাচে জয় পেয়ে ঢাকা মেট্রো ২০.৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের দলগুলোর মধ্যে শীষের্ রয়েছে। ঢাকা বিভাগও জিতেছে একটিতে। তাদের পয়েন্ট ১৫.৩৮। কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের অপর ম্যাচে খেলবে সিলেট ও চট্টগ্রাম। এক ম্যাচে জয় পেয়ে চট্টগ্রামের পয়েন্ট ১৫.৫। সিলেট ১৪.৬২ পয়েন্ট নিয়ে চতুথর্ স্থানে।