হেলিকপ্টারেই ছিলেন শ্রীবন্ধনপ্রভা

প্রকাশ | ৩০ অক্টোবর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ভিচাই শ্রীবন্ধনপ্রভা
ইংলিশ ক্লাব লেস্টার সিটি শেষ পযর্ন্ত নিশ্চিত করেছে, শনিবার রাতে হেলিকপ্টার দুঘর্টনায় তাদের মালিক ভিচাই শ্রীবন্ধনপ্রভা প্রাণ হারিয়েছেন। বিধ্বস্ত হওয়া সেই হেলিকপ্টারে শ্রীবন্ধনপ্রভার সঙ্গে ছিলেন তার দুই সহকারী নুরসারা সুকনামারি, কাভেপোনর্ পুনপারে ও হেলিকপ্টারচালকের স্ত্রী ইজাবেলা রোজা লেচোভিচ। হেলিকপ্টারচালক এরিক শ্যাফারসহ আরোহীদের সবাই এই দুঘর্টনায় প্রাণ হারিয়েছেন। কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার লেস্টার সিটি আর ওয়েস্টহ্যামের মধ্যকার ম্যাচ দেখে ফেরার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্টেডিয়ামের পাকির্ং জোনে আছড়ে পড়ে হেলিকপ্টারটি, সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাতে। ওইদিন হতাহতের কোনো খবর জানায়নি কতৃর্পক্ষ। লেস্টারের থাই মালিক শ্রীবন্ধনপ্রভা হেলিকপ্টারে ছিলেন কি না, সেটা নিয়ে তৈরি হয় ধেঁায়াশা। লেস্টারের আনুষ্ঠানিক বিবৃতির পর অবশেষে সবকিছু পরিষ্কার হলো। মৃত্যুর সত্যতা আনুষ্ঠানিকভাবে জানিয়ে এক বিবৃতিতে লেস্টার কতৃর্পক্ষ বলেছে, ‘গভীর শ্রদ্ধা ও হৃদয়ের গভীর থেকে অশ্রান্ত কষ্ট নিয়ে আপনাদের জানাচ্ছি যে, আমাদের চেয়ারম্যান ভিচাই শ্রীবন্ধনপ্রভা শনিবার মমাির্ন্তক দুঘর্টনায় নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে আরও চারজন ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন। ক্লাব শ্রীবন্ধনপ্রভা পরিবারের পাশেই আছে।’ লেস্টার সিটির মালিকের এমন মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্বের ছোট-বড় ক্লাবগুলো এবং ফুটবল সংশ্লিষ্টসহ নানা অঙ্গনের মানুষ। প্রিয় মালিকের জন্য টুইটারে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দলের সহ-অধিনায়ক ক্যাসপার স্মাইকেল, স্ট্রাইকার শিনজি ওকাজাকি, জেমি ভাডির্, ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরে, বেন চিলওয়েলসহ অন্যরা। সহমমির্তা জানিয়েছে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, এসি মিলান, ইন্টার মিলান, আসের্নাল, ওয়েস্টহ্যাম, সাউদাম্পটনসহ আরও অনেক ক্লাব। শনিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচ দেখা শেষে ফিরছিলেন ২০১৬ সালের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টারের মালিক শ্রীবন্ধনপ্রভা। স্থানীয় সময় রাত ৮.৩০ মিনিটে উড়াল দেয়ার মুহূতের্ বিধস্ত হয় তাকে বহনকারী হেলিকপ্টারটি। আগুনের লেলিহান শিখা আর আতঙ্ক বাড়িয়ে মুহূতের্র মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে কিং পাওয়ার স্টেডিয়াম সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদশীর্ ও শ্রীবন্ধনপ্রভার পরিবারের বরাত দিয়ে বিবিসি দুঘর্টনার পরপরই জানিয়েছিল, সে সময় উড়ালযান থেকে বের হতে পারেননি এই বিলিওনিয়ার। বিধস্ত হেলিকপ্টারে শ্রীবন্ধনপ্রভা ও পাইলট এরিখ সোফারসহ ছিলেন আরও তিনজন। দুঘর্টনায় নিহত হয়েছেন সবাই। যার মধ্যে নুসারা সুকনামী ও ইজাবেলা রোজা লুকোভিচ নামের দুজন নারী ছিলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো বলছে সুকনামী শ্রীবন্ধনপ্রভার কন্যা। এই দুঘর্টনার কারণে ইএফএল কাপে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে লেস্টার। একই সঙ্গে ইন্টারন্যাশনাল কাপে নিজেদের ডেভেলপমেন্ট স্কোয়াডের সঙ্গে ফেইনুদের্র ম্যাচটিও আপাতত খেলবে না তারা।