ম্যানইউর বিদায় পিএসজির জয়

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ক্রীড়া ডেস্ক
মাত্র তিন দিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে হারের পাল্টা জবাব দিল ওয়েস্টহাম ইউনাইটেড। এই জবাবটা বরং হলো আরও কড়া। ওলে গুনার সুলশারের দলকে লিগ কাপ থেকে বিদায়ই করে দিল পূর্ব লন্ডনের ক্লাবটি। ইংলিশ ফুটবলের তৃতীয় সেরা এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে ম্যানইউকে তাদেরই মাঠে হারিয়েছে ওয়েস্টহাম। ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতের ম্যাচটি তারা জিতেছে ১-০ গোলে। রাতের অপর ম্যাচে অ্যাস্টন ভিলাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে চেলসি। নির্ধারিত সময় ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। আর আর্সেনাল ৩-০ গোলে হারিয়েছে উইম্বলডনকে। অন্যদিকে ফরাসি লিগ আগের ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। আর তাই লিগ ওয়ানে মেসের বিপক্ষে মাঠে নামেননি এই তারকা। তার অনুপস্থিতিতে ম্যাচ জিততে কষ্ট হয়েছে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)। বুধবার রাতের ম্যাচটি ড্র হতে যাচ্ছিল। শেষ মুহূর্তে ত্রাতা আশরাফ হাকিমি। লাল কার্ডের ম্যাচে এই ডিফেন্ডারের জোড়ায় মেসকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। আর এই জয়ে ৭ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে প্যারিসের দলটি। মেস তৃতীয় হারে আগের তিন পয়েন্ট নিয়েই আছে তলানিতে। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।