শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অনূর্ধ্ব-২৩ দলের কোচ হচ্ছেন মারুফুল

ক্রীড়া প্রতিবেদক
  ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
মারুফুল হক

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব শুরু হবে আগামী ২৭ অক্টোবর। কুয়েতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ জাতীয় ফুটবল দল। গ্রম্নপে বাংলাদেশের প্রতিপক্ষ সৌদি আরব, উজবেকিস্তান ও স্বাগতিক কুয়েত। এ বাছাই পর্ব সামনে রেখে লাল-সবুজ দলের প্রধান কোচ হতে যাচ্ছেন মারুফুল হক। শিগগিরই আসছে আনুষ্ঠানিক ঘোষণা। দলের অনুশীলনও আগামী সপ্তাহের শুরুতে হওয়ার কথা।

অনূর্ধ্ব-২৩ দলের কোচ হিসেবে শুরুতে অস্কার ব্রম্নজনের নাম বলা হলেও তিনি দায়িত্ব নিতে রাজি হননি। বাফুফে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় মারুফুল এ প্রসঙ্গে শুধু বলেছেন, 'সালাউদ্দিন ভাই আমাকে ডেকেছিলেন। অনূর্ধ্ব-২৩ দল নিয়ে কথা হয়েছে। আমাদের আলোচনার ফলাফল কী, সেটা বাফুফে আনুষ্ঠানিকভাবে জানাবে।' উয়েফা এ লাইসেন্সধারী কোচ মারুফুল হক ২০১৫ সালে জাতীয় দলের কোচের দায়িত্ব নেন। ২০১৫ কেরালা সাফ ও ২০১৬ বঙ্গবন্ধু গোল্ডকাপে তিনি বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে ছিলেন। সিনিয়র জাতীয় দলের কোচ থেকে অনূর্ধ্ব ২৩ দলের কোচে রাজি হওয়ায় কিছুটা বিস্ময়ের সৃষ্টি হয়েছে। জেমি ডে'র অব্যাহতি নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে বিদেশি কোচদের সঙ্গে দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হকের নামও এসেছিল। বাফুফে সাফের দায়িত্ব অস্কারের হাতেই তুলে দিয়েছে শেষ পর্যন্ত। বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছে অস্কারের। মারুফুল হক অনূর্ধ্ব ২৩ দল নিয়ে আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করার কথা। ২০১৫ সালে তার সঙ্গে সহকারী হিসেবে নিয়েছিলেন জুলফিকার মাহমুদ মিন্টুকে। এবার অনূর্ধ্ব ২৩ দলের কোচিং প্যানেলে মিন্টুর সঙ্গে টিটুকেও চাওয়া মারুফের বিভিন্ন মাধ্যমে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে