বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাফ জয়ের লক্ষ্য জামালদের

ক্রীড়া প্রতিবেদক
  ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
নতুন কোচ অস্কার ব্রম্নজোনের সঙ্গে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুইয়া -বাফুফে

আগামী ১ অক্টোবর থেকে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে আজ মঙ্গলবার মালের উদ্দেশ্যে রওনা হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টের শিরোপাটা ছুঁয়ে দেখার স্বপ্ন দলীয় অধিনায়ক জামাল ভুইয়ার। নতুন কোচ অস্কার ব্রম্নজোন প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করতে চান।

সোমবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা ছিল ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। কিন্তু সেটি হয়নি। প্রথমত অস্কার চাইছিলেন বিকেলে যেহেতু আরেকটি অনুশীলন সেশন বাকি আছে তারপরই সিদ্ধান্ত নিতে। অন্যদিকে জাতীয় দলের ফুটবলারদের করোনা পরীক্ষার ফলাফলও সোমবার সন্ধ্যায় হাতে আসাতে রাতে ঘোষণা করা হয় চূড়ান্ত দল।

সাফে নিজেদের লক্ষ্য সম্পর্কে অস্কার ব্রম্নজন বলেন, 'আমাদের প্রথম ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। ঐ ম্যাচটা জয় দিয়ে শুরু করতে চাই। প্রথম ম্যাচে জয় পেলে দারুণ এক সূচনা হবে।' গত কয়েক বছর ধরে বাংলাদেশ ভুগছে স্কোরিং সমস্যায়। তবে অস্কার আশাবাদী সাফে তেমনটা হবে না, 'স্কোরারদের উপর আমার আস্থা আছে। আমার বিশ্বাস তারা গোল করতে পারবে।'

অন্যদিকে তিনটি সাফে অংশ নেওয়া জামাল ভুইয়ার প্রত্যাশা এবার ট্রফি নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ দল। যদিও গত তিন আসরে গ্রম্নপ পর্বই উৎরানো সম্ভব হয়নি লাল-সবুজদের। তবে অন্যবার থেকে এবারের সাফ একটু ভিন্ন। কারণ এবার টুর্নামেন্ট হচ্ছে রাউন্ড রবিন পদ্ধতিতে। যেখানে অংশ নিচ্ছে ৫ দেশ। এরা হলো, বাংলাদেশ, ভারত, স্বাগতিক মালদ্বীপ, নেপাল ও শ্রীলংকা। প্রতিটি দল একে অপরের সঙ্গে গ্রম্নপে ১টি করে ম্যাচ খেলবে। গ্রম্নপের সেরা দুই দল খেলবে ফাইনালে। ১ অক্টোবর উদ্বোধনী দিনে বাংলাদেশ খেলবে শ্রীলংকার বিপক্ষে। এরপর ৪ অক্টোবর ভারত, ৭ অক্টোবর মালদ্বীপ ও ১৩ অক্টোবর নেপালের মুখোমুখি হবে ব্রম্নজন শিষ্যরা। এবারের আসারে ট্রফি জয়ের স্বপ্ন জামাল ভুইয়ার, 'অনুশীলনে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং ভালো ছন্দে আছি। মালদ্বীপে নিজেদের সেরা ফুটবলটা আমরা খেলতে চাই। আশা করি ভালো খেলে আমরা ফাইনালে ট্রফিটা স্পর্শ করতে পারব।'

সাফে আক্রমণাত্মক ফুটবল খেলবে বাংলাদেশ দল। অস্কার জানিয়েছেন শীষ্যদের তিনি ৪-৩-৩ ছকে খেলাতে চান। যদিও এক সপ্তাহেরও কম সময় হাতে পেয়েছেন তারপরও এই কৌশল রপ্ত করতে সমস্যা হয়নি বলেই জানালেন জামাল, 'কোচ জেমি ডে আমাদের খেলাতেন ৩-৪-৩ ফরমেশনে। অস্কার আমাদের যে ফরমেশনে খেলাতে চাইছেন (৪-৩-৩) অধিকাংশ ক্লাব এই ফরমেশনেই খেলে থাকে। তাই আশা করি কোনো সমস্যা হবে না।'

সর্বশেষ ২০০৩ সালে নিজেদের ঘরে সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর ২০০৯ সালে সেমিফাইনাল খেলে। এরপর থেকে গ্রম্নপ পর্বই টপকানো হয়নি লাল-সবুজদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে