তিন মাসে ২০টি ওয়ানডে খেলবে যুবারা

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ। এই আসরকে সামনে রেখেই প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজগুলো খেলছে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের আগে আগামী তিন মাসে মোট ২০টি ওয়ানডে খেলবে বাংলাদেশের যুবারা। শ্রীলংকায় দ্বিপক্ষীয় সিরিজ ছাড়াও যেখানে রয়েছে এশিয়া কাপ এবং একটি ত্রিদেশীয় সিরিজ। ক্যারিবীয় কন্ডিশন এবং উইকেটের কথা মাথায় রেখেই এ সফরগুলো নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক হান্নান সরকার। আফগানিস্তানের বিপক্ষে কয়েকটা ম্যাচ হারলেও এ দলটা নিয়ে আশাহত নন তিনি। বরং এখানকার শিক্ষা কাজে লাগিয়ে ব্যাটসম্যানদের আরও শাণিত করা হবে বলে মনে করেন হান্নান। আকবর আলী-শরিফুল ইসলামদের পথ অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন আইচ মোলস্না-ওহিনরা। বিশ্ব চ্যাম্পিয়নদের উত্তরসূরি হওয়ায়, স্বাভাবিকভাবেই কিছুটা চাপ আছে এই যুবাদের ওপর। কিন্তু করোনা কেড়ে নিয়েছে তাদের স্বাভাবিক প্রস্তুতির সময়। বিশ্বকাপের আগে মাস তিনেক বাকি থাকলেও এতদিনে কেবল একটা ওয়ানডে সিরিজ খেলতে পেরেছে তারা। নাভিদ নেওয়াজের স্বপ্নে তাই বড় বাধা এই প্রস্তুতির ঘাটতি। তবে ছোট টাইগারদের নিয়ে কোনোভাবেই অবহেলা করতে রাজি নন বোর্ড কর্তারা। তাই তো ভারতে একটি ত্রিদেশীয় সিরিজ ছাড়াও ২০টির মতো ওয়ানডে ম্যাচের পরিকল্পনা এঁটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হান্নান সরকার বলেন, 'আমরা আগামী তিন মাসে ২০টি ওয়ানডে খেলব। অক্টোবরের ৭ তারিখ শ্রীলংকা যাব। এরপর এশিয়া কাপ এবং ভারতে ত্রিদেশীয় সিরিজ খেলব।' ইংল্যান্ড বিশ্বকাপের আগে ইমন-রাকিবুলরা সফর করেছিল আফ্রিকা এবং ওশেনিয়াতে। এবারও ব্যতিক্রম হবে না বলেই জানালেন হান্নান সরকার। উইন্ডিজের সঙ্গে কন্ডিশন মিলিয়েই সফরগুলো আয়োজন করা হচ্ছে প্রান্তিকদের জন্য। তিনি বলেন, 'গতবার যেমন ইংল্যান্ডের কন্ডিশন বুঝে আফ্রিকা এবং নিউজিল্যান্ড গিয়েছিলাম। এবারও সে রকমই করব। উইন্ডিজের উইকেটের সঙ্গে ভারত এবং শ্রীলংকার মিল রয়েছে। তাই আমাদের সিরিজ এবং সফরগুলোয় সেটা প্রাধান্য পেয়েছে।' আফগানিস্তানের সঙ্গে কয়েকটা ম্যাচ হারলেও হতাশ নন নির্বাচক। সময় দিলে এ দলটাই এনে দেবে বড় সাফল্য, বিশ্বাস তার। বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক বলেন, 'এ দলটার পজিটিভ দিক হচ্ছে এখানে অনেক অলরাউন্ডার আছে। দলটার ব্যাটিং এবং বোলিং খুব ভালো, ভারসাম্য আছে। যত ম্যাচ খেলবে তত ভালো করবে।' আগামী অক্টোবরে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৭ অক্টোবর শ্রীলংকায় পা রাখবে মেহরব হোসেনরা।