বিশ্বকাপের দলে পরিবর্তন আনবে পাকিস্তান !

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ক্রীড়া ডেস্ক
দরজায় কড়া নাড়ছে টি২০ বিশ্বকাপ। বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ আগামী ২৪ অক্টোবর ভারতের বিপক্ষে। চলতি মাসের ১০ তারিখ ছিল বিশ্বকাপ দল জমা দেওয়ার শেষ দিন। তার আগেই পাকিস্তান আইসিসির কাছে দল জমা দিয়েছিল। কিন্তু দল জমা দেওয়ার পরই শুরু হয় বিতর্ক। সাধারণ দর্শকদের মতো সাবেক ক্রিকেটাররাও করছেন দল নির্বাচনের সমালোচনা। এই তালিকায় যুক্ত হয়েছেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিও। টি২০ বিশ্বকাপের পাকিস্তান স্কোয়াড একদম পছন্দ হয়নি সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে দল নিয়ে কথা বলতে গিয়ে বিরক্তি প্রকাশ করেছেন আফ্রিদি। বলেছেন, বিশ্বকাপের জন্য ঘোষিত দল দেখে বিস্মিত হয়েছেন তিনি, 'আমি খুবই বিস্মিত হয়েছি টি২০ বিশ্বকাপের দল নির্বাচন দেখে। দলে থাকা দুই-তিনজন খেলোয়াড়কে কেন নেওয়া হয়েছে সেটা এখনো বুঝতে পারছি না। এমনকি কয়েকজনকে কেন বাদ দেওয়া হয়েছে সেটাও বুঝতে পারছি না।' নাটকীয়তায় ভরা পাকিস্তানের ক্রিকেটে বিশ্বকাপের আগে আরেক নাটকের আভাসও দিয়েছেন আফ্রিদি। তার কাছে তথ্য আছে এই দলে আসবে বদল, 'আমার কাছে তথ্য আছে, মনে হচ্ছে বিশ্বকাপ দলে কিছু পরিবর্তন আসবে। পিসিবি আরেকটি দল ঘোষণা করবে।' এদিকে আগামী ১০ অক্টোবরের মধ্যে ঘোষিত বিশ্বকাপের দলে পরিবর্তন আনতে পারবে দলগুলো চাইলে। পাকিস্তান দলে যে পরিবর্তন আসতে পারে সেটিরও ইঙ্গিত দিয়ে রেখেছেন পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম, 'বিশেষ পরিস্থিতি বিবেচনায় এবং বিশেষ প্রয়োজনে দলে পরিবর্তন আনা হতে পারে।'