ভারতকে হারিয়ে ফাইনালে খেলার আশা বাংলাদেশের

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
ছেলেদের সাফ অনূধ্বর্-১৫ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। বাংলাদেশ সময় সকাল ১০.৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। ভারতকে হারিয়ে ফাইনালে খেলার লক্ষ্য বাংলাদেশ দলের কোচ পারভেজ বাবুর। সাফের আগে প্রস্তুতি নেয়ার খুব বেশি সময় পায়নি বাংলাদেশ দল। তাই নেপালে সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়েই খেলতে যায় লাল-সবুজরা। তাদের সেই প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে। এখন তাদের লক্ষ্য ফাইনালে খেলা। স্বাভাবিক ভাবেই শেষ চার উতরাতে পারলে বাংলাদেশের চোখ থাকবে শিরোপা পুনরুদ্ধারে। টুনাের্মন্টে সবের্শষ ২০১৫ আসরের শিরোপা জিতেছিল বাংলাদেশ। নেপালে এবার লড়াইটা তাই শিরোপা পুনরুদ্ধারের। ‘এ’ গ্রæপে নেপাল এবং মালদ্বীপকে প্রতিপক্ষ হিসেবে পায় বাংলাদেশ। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৯-০ গোলের বড় জয়েই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায় পারভেজ বাবুর শিষ্যদের। এরপর স্বাগতিক নেপালের বিপক্ষে ম্যাচটা ছিল গ্রæপসেরা হওয়ার। ওই ম্যাচে ১০ জনের দলে পরিণত হয়েও নেপালকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। গ্রæপসেরা হয়ে সেমিফাইনালে উঠে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ‘বি’ গ্রæপের রানাসর্আপ দল ভারতকে। এবারের আসরে ভারতকে মোটেই সহজ প্রতিপক্ষ বলা যাবে না। যদিও তারা নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২-১ গোলে হেরেছিল। এরপর ঘুরে দাড়িয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ‘বি’গ্রæপের রানাসর্আপ হয়ে সেমিতে নাম লেখায় তারা। ভারতের এমন প্রত্যাবতর্ন নজর এড়ায়নি বাংলাদেশশের। বিষয়টিকে বেশ ভালোভাবেই মাথায় রেখেছেন দলীয় কোচ পারভেজ বাবু। পারিপাশির্ক সবদিক বিবেচনায় নিয়েই কৌশল সাজিয়েছেন তিনি। তার সেই কৌশল মেনে মেহেদীর দল মাঠে পারফমর্ করতে পারে কিনা, সেটাই দেখার। শিষ্যদের প্রতি আস্থা রাখছেন পারভেজ বাবু। সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে তিনি বলেছেন, ‘পাকিস্তান-ভারত ম্যাচটি দেখার সৌভাগ্য হয়েছিল। সেখান থেকে কিছু নোট নিয়েছি ভারত সম্পকের্। আমাদের দলে কোনো ইনজুরি নেই। সবাই সুস্থ আছে। ভারতের ম্যাচ দেখে একটা গেমপ্লান তৈরি করেছি। সেটি নিয়ে আজও (বুধবার) কাজ করেছি। ইনসাল্লাহ ভারতকে প্রতিহত করে আমরা ফাইনালে যাব।’