‘আহত’ রিয়াল ঘুরে দঁাড়াবে

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৮, ০০:০০

ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ ফুটবলের সবচেয়ে অভিজাত ক্লাবটি এখন ধুঁকছে। বাজে পারফরম্যান্সে বিপযর্স্ত রিযাল মাদ্রিদ হারিয়েছে তাদের কোচ হুলেন লোপেতেগিকে। দায়িত্বে এসেছেন নতুন অভিভাবক সান্তিয়াগো সোলারি। অন্তবর্তীর্কালীন কোচ হয়েই রিয়াল ভক্তদের আশ্বাস দিলেন এই আজের্ন্টাইন। জানালেন, শিগগিরই চেনা চেহারায় দেখা যাবে লস-বøাঙ্কোসদের। রিয়ালের সাবেক ফুটবলার সোলারি মঙ্গলবার বেনজেমা-ইসকোদের নিয়ে প্রথম ট্রেনিং সেশন সম্পন্ন করেছেন। অনুশীলনে শিষ্যদের মাঝে ঘুরে দঁাড়ানোর মানসিকতা চোখে পড়েছে তার, ‘ছেলেরা একটু আহত। কিন্তু তারা পরিস্থিতি বদলে দেয়ার জন্য সামনের দিকে তাকিয়ে আছে। এটা চ্যাম্পিয়ন এবং কঠোর পরিশ্রমী খেলোয়াড়দের একটা দল, যারা এই ক্লাবের জন্য অনেক কিছু জিতেছে। তারা কঠিন সময় পার করছে। কিন্তু আমি তাদেরকে বিষয়গুলো বদলে দেয়ার মেজাজে দেখেছি।’ আজ কোপা দেল রে’তে মেলিয়ার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হবে সোলারির। রিয়াল তাকে পূণর্ মেয়াদে রাখবে কি না সেটা এখনও বলা যাচ্ছে না; তবে এরই মধ্যে সাবেক কোচ জিনেদিন জিদানের সঙ্গে তুলনা শুরু হয়ে গেছে সোলারির। ২০০২ সালে রিয়ালের হয়ে এই জিজুর সঙ্গেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল তিনি। ২০১৬ সালে রিয়ালের ‘বি’ টিম থেকে সরাসরি মূল দলের কোচ হয়েছিলেন জিদান। রাফা বেনিতেজকে মৌসুমের মাঝ পথে সরিয়ে দায়িত্ব তুলে দেয়া হয় এই ফরাসির কঁাধে। আড়াই বছর ছিলেন সান্তিয়াগো বানার্ব্যুতে। তিনটি চ্যাম্পিয়ন্স লিগ আর একটি লা লিগাসহ ইউরোপিয়ান আসরের প্রায় সব ট্রফিই জিতেছেন এই অল্প সময়ে। এরপর গত মৌসুম শেষে স্বেচ্ছায় পদত্যাগ করে রিয়াল ছাড়েন জিদান। সোলারির কোচ হওয়ার গল্পটাও এমনই। ২০১৬ সাল থেকে তিনি রিয়ালের ‘বি’ টিমের কোচ। চলতি মৌসুমে হুলেন লোপেতেগির অধীনে একের পর এক বাজে পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছিল লস-বøাঙ্কোসরা। শেষে বাধ্য হয়ে তাকে ছঁাটাইয়ের সিদ্ধান্ত এবং অন্তবর্তীর্কালীন কোচ হিসেবে দায়িত্ব তুলে দেয়া হল সোলারির কঁাধে। এখানেই তুলনা জিদান আর সোলারির। তবে আজের্ন্টাইন কোচ এমন তুলনা চান না।